Sunday, January 26, 2014

'হুমায়ুন ফরিদি এবং অন্যান্য বিষাদ গাথাঃ একটি গদ্য সংকলন

র আগে   সপ্তর্ষি বিশ্বাস দু'টি কবিতার বই--যুগলবন্দি নামে দশপদী কবিতার সংগ্রহ এবং 'পাপের তটিনী ধ'রে '--আমরা কাঠের নৌকাতে পড়েছি । সপ্তর্ষি মূলত যদিও কবি, গদ্যেও সমান দক্ষ। সাহিত্য সমালোচনা নিবন্ধ নিয়মিত লেখেন, লেখেন ছোট গল্প এবং উপন্যাস। তার উপরে এমন সরস ব্যক্তিগত গদ্য যে গদ্যগুলোর সম্ভবত প্রথম সংকলন এই 'হুমায়ুন ফরিদি এবং অন্যান্য বিষাদ গাথা' । আটটি গদ্যের ছোট্ট সংকলন। সব মিলিয়ে মাত্র ৫১ পৃষ্ঠার বই। তাত্ত্বিক ঘনঘটা নেই। সরলমতি লেখকের প্রাণখোলা কথা কিছু , কোথাও কোথাও কবি সপ্তর্ষিও উঁকি মেরে যায়। আমরা নিশ্চিত পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।
           বৈদ্যুতিন বই হিসেবেই এটি প্রকাশ করেছিলেন 'অভিমানে'র হয়ে  কবি গৌতম চৌধুরী। সে ২৫শে এপ্রিল ২০১২র কথা। আমরা পেয়েছি, আগেই। এখানে তুলতে দেরি হলো। সপ্তর্ষির মূল নিবাস করিমগঞ্জ , আসাম। এখন কর্মসূত্রে থাকেন বাঙালুরু।
           বইটি  ইচ্ছে মতো ছোট বা বড় করে, কম্পিউটার থেকে নামিয়ে নিয়ে পড়তে পারেন যখন তখন। শুধু কেমন লাগল তা মন্তব্য আকারে এখানে জানিয়ে দিলে ভালো লাগবে।

আপনার দরকার পড়তে পারে এডোব ফ্ল্যাসপ্লেয়ারের । সেটি এখানে ক্লিক করে নামিয়ে নিন।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails