Saturday, November 17, 2012

স্বপ্ন-Beyond imagination , প্রথম সংখ্যা , নভেম্বর ২০১২

স্বপ্ন-Beyond imagination এর এটি প্রথম সংখ্যা। ইংরেজি মাধ্যমে লেখা পড়া করা ছেলে মেয়েরা লেখালেখি করছেনা এমন এক ধারণাকে ভেঙ্গে দিতেই মনে হলো আগরতলার দুই বান্ধবী জেদ ধরেছেন। সম্পাদিকা অন্তরলীনা, আর সহ-সম্পাদিকা ময়ূরাক্ষী।  দ্বিভাষিক কাগজ করেছেন। প্রথম সংখ্যাতে মেয়েদের নিয়ে ভাবনাতে জোর পড়েছে বলে মনে হলো। ছোট কাগজ , সুসজ্জিত, ছিমছাম। পড়ে নিতে সময় নেবে না খুব। আমাদের জন্যে সংগ্রহ করে দিয়েছেন 'ঈশানের পুঞ্জমেঘে'র বন্ধু, কবি ও কথাশিল্পী পল্লব ভট্টাচার্য। তাঁকে ধন্যবাদ। 
    পড়ে ফেলতে পারেন নিচে। ইচ্ছে হলেই এখানেই পুরো পর্দা জুড়ে, নতুবা নামিয়ে নিন। দরকার পড়তে পারে ফ্লাসপ্লেয়ারের। সেটিও পেয়ে যাবেন এখানে।
Swapno Byond Imagination

1 comment:

  1. খুব ভালো লাগছে। অনেকের ই ভাবেন নতুন প্রজন্ম উচ্ছন্নে গেছে, মাতৃভাষা লিখতে পারে না , পড়তে পারে না। যদিও সবাই কিন্তু ভুলে যায়নি মাতৃভাষাকে
    এবং বেশিরভাগই মাতৃভাষায় কথা বলে এবং লিখতে পড়তে ও পারে । ভীষণ সুন্দর প্রচ্ছদ এবং পরিকল্পনা। ভালো থেকো অন্তলীনা , ময়ূরাক্ষী ।

    ReplyDelete

Related Posts with Thumbnails