ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর আজ প্রায় বেশ ক'বছর ধরে লড়ছে শিলচর রেল স্টেশন যে জায়গাতে মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে ১১জন শহীদ হয়েছিলেন সেই ১৯৬১র ১৯শে মে তার নামান্তরে। স্টেশনের নাম হোক "ভাষা শহিদ স্টেশন' এ এখন প্রায় সর্বসম্মত দাবি। এই মুখপত্রে তুলে ধরবার চেষ্টা হয় তারই স্বরূপ, অগ্রগতির খতিয়ান। দাবিটি এখনো লালফিতের মারপ্যাঁচে আটকে আছে, আছে আঞ্চলিক বৈষম্যও বটে। বাকিটা পড়ুন এখানে।
এখানে আপনি এটা বড় ছোট করেও পড়তে পারেন, মূল স্ক্রাইবড লিঙ্কে গিয়ে নিজের কম্পিউটারে নামিয়েও নিতে পারেন। আপনার হয়তো, দরকার পড়তে পারে ফ্লাসপ্লেয়ারের।
No comments:
Post a Comment