Tuesday, June 21, 2011

'কবির বাড়ি--অমিতাভ দেব চৌধুরী

পূর্বোত্তর ভারতের অন্যতম কবি গল্পকার  ঔপন্যাসিক, শিলচরের বাসিন্দা, অমিতাভ দেব চৌধুরী একজন ভালো প্রাবন্ধিকও বটে। 'কবির বাড়ি' আসলে কবিতা টবিতা নয়, শিল্পচিন্তা নিয়ে তাঁর তেইশটি প্রবন্ধের সংকলন। বৃহত্তর বাংলা সাহিত্য নিয়ে তাঁর পাঠ, তাঁর সাহিত্য চিন্তার সঙ্গে পাঠক পেয়ে যাবেন পূর্বোত্তরের সাহিত্য পাঠে তাঁর অভিজ্ঞতার কথাও। প্রায় ষাট পৃষ্ঠার এই বই ছেপে বের করেছেন ত্রিপুরার কুমার ঘাটের 'স্রোত প্রকাশনা' (হালাইমূড়া, কুমার ঘাট ৭৯৯২৬৪)। যারা বইটি কিনে পড়তে চান তাদের জন্যে মূল্য উল্লেখ করা থাক , মাত্র ১২০ ( একশ কুড়ি)  টাকা। প্রকশকের সঙ্গে কথা বলুনঃ ৯৪৩৬১৬৭২৩১।
   বইটি আপনারা এখানে ইচ্ছেমতো ছোড় বড় করে পরতে পারেন, চাই কি নিজের কম্প্যুটারে নামিয়েও পড়ে নিতে পারেন। স্ক্রাইবড ডকুমেন্টের নিচের ছায়া ছায়া চিহ্নগুলো দেখুন। আপনার কিন্তু ফ্লাসপ্লেয়ারের দরকার পড়লেও পড়তে পারে। নামিয়ে নিন।

Kabir Badi

1 comment:

  1. অনেকটাই পড়ে ফেলেছি। আমি সবাইকে বইটা পড়তে অনুরোধ করবো। বিশেষ করে যাদের পূর্বোত্তর ভারতের সাথে কোন না কোন ভাবে সম্পর্ক রয়েছে।

    ReplyDelete

Related Posts with Thumbnails