একটি চমৎকার ক্ষুদ্র মাসিক ই-পত্রিকা আত্মপ্রকাশ করল গুয়াহাটি থেকে। একটি 'দোতারা সাংস্কৃতিক সমাজ'-এর উদ্যোগ। প্রকাশ করেছে 'ফিলিস্ক পাবলিশার্স'। সম্পাদনা করেছেন মৈত্রেয়ী মুখোপাধ্যায়। দুটি অনুবাদ কবিতা, চারখানা কবিতা আর দুটি গল্প নিয়ে। ছিমছাম ছাপা।সূচীপত্র এখানে রইল।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন


No comments:
Post a Comment