মধ্য অসমের হোজাই জেলার লঙ্কা থেকে বেরোয় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'শতরূপা' । সম্পাদক মনোজ কান্তি ধর। এবারেই প্রথম 'কাঠের নৌকা'-তে চড়ছে। সম্পাদক মনোজ কান্তি ধর কাঠের নৌকাতে তুলবার জন্যে পিডিএফ-টি দিয়েছেন, তাই এখানে চড়ানো সম্ভব হল।
গল্পে কবিতায় প্রবন্ধে আর ভ্রমণ কাহিনিতে সংখ্যাটি সাজানো। মধ্য অসমে দুই চারটি শহরেই এখনও দুই চারটি বাংলা কাগজ বেরোয়। এর মধ্যে লঙ্কা একটি উজ্জ্বল নাম। 'শতরূপা' সেই লঙ্কা শহরেই বাংলা ভাষা ও সাহিত্যকে টিকিয়ে রাখার অন্য নাম।
সূচিপত্রটি এখানে আলাদা করে রইল।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন


No comments:
Post a Comment