Tuesday, January 27, 2026

অবগাহন ৸ একটি শিশু-কিশোর পত্রিকা ৸ ১৪২৭ শীত এবং ১৪২৯ পূজা সংখ্যা


'অবগাহন' অসমের একটি সুপরিচিত শিশু-কিশোর পত্রিকা। প্রকাশিত হয় অসমের হোজাই শহর থেকে। সম্পাদক প্রাণকৃষ্ণ কর, যিনি নিজে এক কবি, কথাশিল্পী এবং খুব ভালো চিত্রশিল্পী। কাগজের প্রচ্ছদের এবং ভেতরের প্রায় সমস্ত অলঙ্করণ তিনি নিজেই করেন। সম্পাদনা সহযোগী মন্দিরা নন্দী কর একজন ভালো গল্পকারও বটে। 




     

 

এই প্রথম দুটি সংখ্যা 'কাঠের নৌকা'-তে চড়ছে। ১৪২৭ বাংলার শীত সংখ্যা এবং ১৪২৯-এর পূজা সংখ্যা।
 দুটিরই সূচি পত্র আলাদা করে রইল। সঙ্গে যোগাযোগের ঠিকানাও


 

 আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবডনাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন  

 

অবগাহন ৸ ১৪২৭ by Sushanta Kar

অবগাহন ৸ ১৪২৯ by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails