Monday, August 24, 2020

ইবলিশ :বইমেলা সংখ্যা ২০২০

বলিশবেরোয় উত্তর বাংলার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থেকে। এটি দশম বর্ষ তথা বইমেলা সংখ্যা ২০২০সম্পাদনা করেন রাহেবুল। সঙ্গে রয়েছেন এরসাদ, আলি, আসরাফুল, সাইফুল, বাহারুল,আমজাদ, আরমান, জিয়ারুল, রেজিনা, ফারহানা, রাব্বিনা, তাপু, জাসিদ, ডেভিড প্রমুখ এক ঝাঁক তরুণ তরুণী। রাহেবুলই পাঠিয়েছেন কাঠের নৌকাতে চড়াবার জন্যে। একগুচ্ছ গল্প , কবিতা এবং প্রবন্ধ নিবন্ধের সমাবেশ ঘটেছে। নামেই প্রকাশ তাঁরা সাহিত্য নিয়ে নতুন কিছু ভাবছেন কাজ করবার চেষ্টা করছেন। সূচিপত্রে বিষয়টি বেশ স্পষ্ট হবে।📚👉👉  👇👇

যোগাযোগের জন্যে এখানে দেখতে পারেন।

 

 
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।   

এম এস ওয়ার্ড থেকে পিডিএফ বানাবার জন্যে স্ক্রাইবডে বইটার বর্ণ ওলট পালট দেখাতে পারে। নামিয়ে নিলে ঠিকঠাক দেখাবে। সেই অসুবিধে থাকলে নিচে ড্রাইভ ডডুমেন্ট পড়ুন...

 

ইবলিশ বইমেলা সংখ্যা ২০২০ by Sushanta Kar on Scribd

2 comments:

  1. 'কাঠের নৌকা' ব্লগে আমাদের ইবলিশ পত্রিকাটিকে রাখার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি এখান থেকে বৃহত্তর পাঠক সমাজ ইবলিশের 'বইমেলা সংখ্যা ২০২০' সরাসরি পড়তে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন।

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয়। পরবর্তী সংখ্যাগুলোতে লিখে দেবেন কাঠের নৌকাতে ইবলিশ পড়া যাচ্ছে। ইউ আর এল সহ দিয়ে দেবেন।

      Delete

Related Posts with Thumbnails