Thursday, September 3, 2020

তরঙ্গ তাড়িত ৸ সঞ্জয় চক্রবর্তী


 বি সঞ্জয় চক্রবর্তী বাংলা কবিতার, বিশেষ করে পূর্বোত্তরের উজ্জ্বল নাম। তরঙ্গ তাড়িত তাঁর প্রথম কাব্যগ্রন্থ। অভিজিৎ লাহিড়ির সৌজন্যে কাঠের নৌকাতে চড়ে বসল। সঞ্জয়ের জন্ম  ১৯৬২ সালে অসমের ডিগবয় শহরে।বিজ্ঞানে স্নাতক। গদ‍্যকার হিসেবেও যথেষ্ট পরিচিত। অনুবাদেও সমান পারদর্শী। প্রথম কাব‍্যগ্রন্থ "তরঙ্গ তাড়িত প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এ পর্যন্ত সাতটি কবিতার বই, দুইটি গদ‍্যসংকলন ও চারটে অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে।   অভিজিৎ লাহিড়ীর সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন "মহাবাহু নামক লিটল ম‍্যাগাজিন। ২০০০ সালে "একা এং কয়েকজন পত্রিকার তরফে সম্মানিত হন। ভারতীয় স্টেট ব‍্যাঙ্কে কর্মরত সঞ্জয় চক্রবর্তী এখন  গুয়াহাটির বাসিন্দা।
সাহিত্য আকাদেমির অনুষ্ঠানে দিল্লিতে





     আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।   

তরঙ্গ তাড়িত ৸ সঞ্জয় চক্রবর্তী by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails