Friday, January 23, 2026

স্বপ্নের বয়স তিন বছর ৸ জসিম আহমেদ


 'স্বপ্নের বয়স তিন বছর' নবীন গল্প লেখক জসিম আহমেদের প্রথম গল্প গ্রন্থ। করিমগঞ্জের (শ্রীভূমি) 'উত্তরসূরি পাবলিকেশনস' বইটি প্রকাশ করেছে নভেম্বর , ২০২৫-এ। ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর এবং আইনে স্নাতক জসিম আহমেদ পেশায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। 

        ১০৩ পৃষ্ঠায় ১৬ টি ছোটো ছোটো নিটোল গল্পকে ধরেছেন। পাঠক টানা পড়ে যেতে পারেন। ভাষা বয়নে লেখকের দক্ষতাও প্রশ্নাতীত। উত্তরসূরির হয়ে করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড০ বিশ্বজিৎ ভট্টাচার্য একটি ছোটো মুখবন্ধও লিখেছেন।  


        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন। 

                                            বইটি এখানেও পড়তে পারেন চাইলে। 

স্বপ্নের বয়স তিন বছর ৸ জসিম আহমেদ by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails