‘নমস্কারম’ সঞ্জয় চক্রবর্তীর নতুন কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশিত হচ্ছে ‘কাঠের নৌকা’তে। সঞ্জয় চক্রবর্তী বাংলা কবিতা তথা পূর্বোত্তরের পরিচিত কবি। এই গেল বছরেই প্রকাশ পেয়েছিল তাঁর কাব্যগ্রন্থ ‘বারো মাসে তেরো ফুল’ এবং "ঘুমাও, দুপুর'। এর আগেও প্রকাশ পেয়েছিল আরও নটি কবিতার বই। গেল বছরেই আগস্টে ‘ভাষালিপি’ থেকে প্রকাশ পেয়েছিল গল্প সংকলন ‘ বৃষ্টির আঁচল, রোদের পাড়’। এর আগেও প্রকাশিত হয়েছিল আরও দুটি বই। এছাড়াও তাঁর কলমে পাঠকের সামনে এসেছিল তিনটি অনুবাদ গ্রন্থ যার একটি গল্প সংকলন আর দুটি কাব্য গ্রন্থ। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসূন বর্মণের সঙ্গে যুগ্ম-সম্পাদনাতে ২০১৮-তে প্রকাশ পেয়েছিল অনুবাদ সংকলন ‘আধুনিক অসমিয়া কবিতা’ ।
প্রকাশ সংখ্যাতেই নয়, লেখন-গুণেও সঞ্জয় চক্রবর্তী অসমের গুটিকয় অগ্রজ কবিদের অন্যতম। ঘুরে ফিরে তাঁর রচনাতে এসছে অসম তথা পূর্বোত্তরের জনজীবন, শিল্প , সাহিত্য, জনগোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ও সমন্বয়ের শোক ও সুখ, উদ্বাস্তু তথা প্রব্রজিত বাঙালি জীবনের আশা হতাশার কাহিনি। এবারের এই কাব্যগ্রন্থের সুরটি ভিন্ন। এবারে তিনি ভ্রমণ করেছেন দক্ষিণে। দক্ষিণ ভারতে।
২০২০-এ মুক্তি পাওয়া তামিল চলচ্চিত্র ‘পাভা কাটাইগাল’-এর (Paava Kadhaigal) , ২০২১-এর "নভরসা' (Navarasa)-র কাব্য-রূপান্তর এই কাব্য সংকলন -- এভাবে বললে সঠিক বলা হবে। পাঠক ছায়াছবিটি দেখে নিলে সঞ্জয়ের কবিতার মর্মে প্রবেশ করবেন সহজে। ছবিটি নেটফ্লিক্সে রয়েছে। মাত্র ১৬ পৃষ্ঠার বই। প্রথম পাঠে সময় বেশি লাগবে না। প্রচ্ছদ ও অলঙ্করণ করে দিয়েছেন নয়নজ্যোতি শর্মা। অক্ষর বিন্যাস স্বয়ং কবি সঞ্জয় চক্রবর্তী।
এই বই প্রথম প্রকাশিত হচ্ছে ‘কাঠের নৌকা’-তে আগেই লিখেছি। আন্তর্জালে প্রকাশ পাচ্ছে বলে কোনো উন্মোচন হবে না, তাই বা কেন হবে। এই কাজ করছেন ফেসবুকে আরও এক লেখক অনুবাদক অভিজিৎ লাহিড়ী।
পুরো বইটি আপনি এখানে পড়তে পারবেন। আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.
নমস্কারম ৵ সঞ্জয় চক্রবর্তী by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment