বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৯তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন সম্প্রতি সম্পন্ন হয়ে গেল শিলচরে। ১১,১২ ও ১৩ মার্চ, ২০২২। সেই উপলক্ষে প্রকাশিত স্মরণিকা আমাদের হাতে দিলেন স্মরণিকা উপসমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর। এমনিতে সংগঠনটির বয়স ৪৫। যাত্রা শুরু করেছিল সেই ১৯৭৭-এ। সেই হিসেবে ৪৪ বা ৪৫তম অধিবেশনই হবার কথা ছিল। কিন্তু যেমনটি ইমাদউদ্দিন বুলবুল এই স্মরণিকাতেই লিখেছেন, ২০০৩-এ শিলচরের বিংশতিতম অধিবেশনের পরেই সম্মেলন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অধিবেশন দ্বিবার্ষিক হবে। (পৃষ্ঠা ২৭) তাতেই সন বছরের হিসেবে খানিক গোলমেলে হয়ে গেছে। সে বাইরের কথা।
ভেতরের কথাটি হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এই কেন্দ্রীয় অধিবেশনগুলোর স্মরণিকা নিছক সাংগঠনিক স্মৃতিকথার সম্ভার নয়, অসম তথা পূর্বোত্তরের জনজীবনের ও ভূগোলের ইতিহাসের আকরও বটে। লেখক গবেষকেরা রীতিমত এর পুরানো সংখ্যার সন্ধানে থাকেন। এই প্রথম কোনও স্মরণিকার পিডিএফ তৈরি হল। এবং সেটি কাঠের নৌকাতে চড়ছে। সামান্য দুই একটি হরফ ঠিকঠাক আসেনি পিডিএফে। সম্ভবত সেগুলো সংখ্যা হরফ বা যতি চিহ্ন জাতীয়। তাতে মূল পাঠের ইতরবিশেষ ঘটেনি। পাঠকের পড়তে অসুবিধে হবার কথা নয়।
🍚🍛🍜🍎🍠🍔🍕🌷🍇🍣🍚🍛🍜🍝🍟🍕
সেই সঙ্গে রয়েছে অধিবেশনের খাদ্য উপসমিতির হয়ে অনিল পালের সম্পাদিত একটি বিশেষ ক্রোড়পত্র।
দুটিই একত্রে রইল।
🍚🍛🍜🍎🍠🍔🍕🌷🍇🍣🍚🍛🍜🍝🍟🍕
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
স্মরণিকা ৷৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ৵ নববিংশতিতম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ৶ শিলচর... by Sushanta Kar on Scribd
বিশেষ ক্রোড়পত্র ।। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ৵ নববিংশতিতম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন... by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment