Saturday, June 19, 2021

সময়ের পরিভাষা ৸ ১ম, ২য় ও ৩য় সংখ্যা


‘সময়ের পরিভাষা’ গল্পের কাগজ। একবছর পার করল। ইতিমধ্যে পাঁচটি সংখ্যা বেরিয়েছে। বেরোয় ত্রিপুরা থেকে। সম্পাদনা করেন অনুপ ভট্টাচার্য, দুলাল ঘোষ, কিশোর রঞ্জন দে  ও রঞ্জিত রায়। বহু আগে এই কথাশিল্পীরাই বের করতেন ‘পাঁচ/ছয় ক্রীতদাস’ এবং পরে ‘পদক্ষেপ’ । তখন তাঁদের সহযাত্রী ছিলেন প্রয়াত কথাশিল্পী দীপক দেব। তাঁকেই প্রথম সংখ্যাতে স্মরণ করে এরা যাত্রা শুরু করেছিলেন ২০২০-এর এপ্রিলে। এই ঘোষণা দিয়ে ‘গল্পভাবনার ত্রৈমাসিক’। ঈশানের পুঞ্জমেঘ গোষ্ঠীর অন্যতম সঞ্চালক কবি সেলিম মুস্তাফার সৌজন্যে সংখ্যাগুলোর পিডিএফ আমাদের সংগ্রহে এল। প্রথম দফাতে ২০২০-এর তিনটি সংখ্যাই এখানে তুলে দেওয়া হল।

প্রথম সংখ্যাতে দীপক দেবের ‘বোতল’ গল্পের অংশ ছাড়াও রয়েছে তিন সম্পাদকের তিনটি ছোটো গল্প। দ্বিতীয় সংখ্যা বেরিয়েছিল জুলাই, ২০২০শে। সেবারে ছিল চারটি গল্প। তৃতীয় সংখ্যা বেরোয় অক্টোবরে। এবারেও তিনটি গল্পের সঙ্গে রয়েছে দীপক দেবের গল্প ‘পরিধি’ নিয়ে দুলাল ঘোষের একটি ছোট্ট আলোচনা।

সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করতে এখানে দেখুন

 


আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।

 

 

সময়ের পরিভাষা ৸ ১ম সংখ্যা by Sushanta Kar on Scribd

সময়ের পরিভাষা ৸ ২য় সংখ্যা by Sushanta Kar on Scribd

সময়ের পরিভাষা ৸ ৩য় সংখ্যা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails