২০০৮ সালে কলকাতা থেকে যে বাৎসরিক পত্রিকাটি যাত্রা শুরু করেছিল তার নাম "উনিশে মে’। সম্পাদক শান্তনু গঙ্গারিডি। প্রকাশক সম্প্রীতি গুপ্ত। অলংকরণ করেছেন মধুচন্দা মিত্র ঘোষ ও সম্প্রীতি গুপ্ত। সম্পাদক মণ্ডলীতে রয়েছেন আসাম পশ্চিম বাংলার বেশ কজন লেখক সম্পাদক শান্তনু ছাড়াও রণবীর পুরকায়স্থ, দেবাশিস চন্দ, রাজীব কর, তাপস রায়, মনোতোষ চক্রবর্তী, সুজাতা চৌধুরী, বিভাবসু। এর আগে সনৎ কুমার কৈরি ও নাসের হুসেনও সম্পাদনা সমিতির সদস্য ছিলেন। এবছরে তাঁদের দুজনেরই প্রয়াণ ঘটে। নাসের হোসেনই পত্রিকাটির নামলিপি তৈরি করেছিলেন। গতবছর অতিমারির মধ্যেই পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবারেও হল। সেই ১৯ মে তারিখেই। এবারে প্রবন্ধ / রম্য রচনায় আছেন: জাহিরুল হাসান, সৈয়দ হাসমত জালাল, শুভেন্দু দাশমুন্সি, দীপক সেনগুপ্ত, অনন্ত আচার্য, ঊপার্থ চক্রবর্তী। গল্প লিখেছেন: দময়ন্তী দাশগুপ্ত।
উনিশের মে-র ষাট বছর স্মরণে এবারে ১২০জন কবির কবিতা ছাপার ইচ্ছে ছিল। প্রকৃত সংখ্যা অনেক বেশী। কবিতা লিখেছেন: রণজিৎ দাশ, সমরজিৎ সিনহা, মলয় রায়চৌধুরী, গৌরশঙ্কর বন্দোপাধ্যায়, অনন্ত দাশ, নাসের হোসেন, বিজিৎকুমার ভট্টাচার্য, শ্রীজাত, দিলীপকান্তি লস্কর, পঙ্কজ সাহা, অচিন্ত্য নন্দী, উদয়ন ভট্টাচার্য, দেবাঞ্জন চক্রবর্তী, দেবাশিস চন্দ, সৌমিত বসু, বিপ্লব চক্রবর্তী, আবু ওবায়েদ আকাশ, হাসান শাহরিয়ার, টোকন ঠাকুর, বিশ্বনাথ ভট্টাচার্য, খগেশ্বর দাস, সাগর বিশ্বাস, অণিমা মিত্র, তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ, আব্দুস শুকুর খান, সেলিম মুস্তাফা, তমোজিৎ সাহা, সুবীর ঘোষ , মনোতোষ চক্রবর্তী, গাউসুর রহমান, তাপস রায়, ঝুমুর পাণ্ডে, চন্দ্রিমা দত্ত, জ্যোর্তিময় রায়, সুমনা রায়, আশিস চৌধুরী, বন্ধন পাল, সপ্তর্ষি বিশ্বাস, এলিজা খাতুন, অরিন্দম চট্টোপাধ্যায়, অরিন্দম চন্দ্র, আদিমা মজুমদার, অজয় কুমার রায়, দেবেশ ঠাকুর, সুচরিতা চক্রবর্তী, পাপড়ি দাস সরকার, রবীন বসু, খেয়া সরকার, দেবারতি ভট্টাচার্য, ব্রতী মুখোপাধ্যায়, দিশা চট্টোপাধ্যায়, দেবাশিস চক্রবর্তী, সুধাংশুরঞ্জন সাহা, পার্থপ্রতিম সেন, সুশান্ত ভট্টাচার্য, সীমিতা মুখোপাধ্যায়, রুদ্র হাসান, সুস্মেলী দত্ত, চন্দন দাস, সুকুমার মিস্ত্রি, কল্লোল চৌধুরী, নির্মলেন্দু রায়, জামিল হাদী, সপ্তর্ষি হোড়, সুলেখা সরকার, প্রগতি মাইতি, নিরুপম শর্মা চৌধুরী, শতদল আচার্য, ফেরদৌস সালাম, আবু জুবায়ের, রত্নদীপ দেব, শিবানী ভট্টাচার্য দে, হীরক বন্দোপাধ্যায়, তারিক-উল ইসলাম, মধুছন্দা মিত্র ঘোষ, অমিতাভ দত্ত, জিতেন্দ্র নাথ,সাকিল আহমেদ, বিভাবসু, তৈমুর খান, বিজয়কুমার ভট্টাচার্য, চন্দ্রশেখর ভট্টাচার্য, বিমল মণ্ডল, রিতা মিত্র, মৌমিতা দাস, রাণা গুপ্ত, তৃষ্ণা হালদার, আশিসরঞ্জন নাথ, সুমিতা মুখোপাধ্যায়, জোতির্ময় মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ সিনহা, নীলাঞ্জন কুমার, প্রীতম বিশ্বাস, সারদা মাহাতো, মানস পাল, মানবেন্দ্র দত্ত, সুজাতা চৌধুরী, সায়ন্তনী ভট্টাচার্য, শঙ্কর ঘোষ, জয়গোপাল মণ্ডল, আশুতোষ দাস, কাজী নীল, শান্তনু গঙ্গারিডি। এছাড়াও প্রদীপকুমার রায়ের অনুবাদে ১৬ জন ওড়িয়া কবির কবিতা।
আজ সেটি আন্তর্জালে আসছে, কাঠের নৌকাতে চড়ে। এর আগেও এসেছিল কয়েকটি সংখ্যা। পড়তে এখানে আসুন।
ছাপা সংস্করণ পেতে বা সম্পাদকের সঙ্গে যোগাযোগের জন্যে এখানে দেখুন...
পুরো কাগজটি আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। তবে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।
উনিশে মে---চতুর্দশ বর্ষ সংখ্যা by Sushanta Kar on Scribd
শ্রীজাতর কবিতা এবং অন্যান্য কবিতাগুলিও খুব ভালো লাগলো।
ReplyDelete