Monday, August 24, 2020

বিধুর লন্ঠন : তপন রায়

বি তপন রায় গুয়াহাটি পাণ্ডুর জাতক।  পাণ্ডু কলেজের স্নাতক। আশির দশক থেকে কবি হিসেবে পরিচিতি।  উৎস-ধ্বনি' নামে একটি পত্রিকা  সম্পাদনা করেছেন। গৌহাটির একটি মশলা ও ফুড-প্রডাক্ট কোম্পানিতে শিক্ষানবিশ কেমিস্ট হিসেবে কিছুদিন চাকরি করবার পর ১৯৮৯-তে সময় প্রবাহ' পত্রিকায় যোগদান করেন১৯৯০ সাল থেকে ভারতীয় রেলে চাকরির সূত্রে উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা । বিধুর লণ্ঠন ১৯৯৩তে প্রকাশিত তাঁর প্রথম কাব্য গ্রন্থ। এই অব্দি চারখানা কবিতার বই বেরিয়েছে। কিন্তু সবগুলোই এখন বাজারে দুর্লভ। অথচ তাঁর কবিতার অনুরাগী পাঠকের অভাব নেই।   সেই অভাবই পূরণের ব্যবস্থা করে দিলেন,  চারখানাই আমাদের পিডিএফ করে পাঠালেন বন্ধু ঈশানের পুঞ্জমেঘ পরিবারের সদস্য  অভিজিৎ লাহিড়ি।

আমরা চারখানাই কাঠের নৌকাতে চড়াচ্ছি। এখানে রইল প্রথমটি। বইটি প্রকাশ করেছিলেন শতক্রতু-র পক্ষে স্বপ্না ভট্টাচার্য। সেকালে এর মূল্য ছিল মাত্র পাঁচ টাকা।

 

আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন। 

বিধুরলণ্ঠন: তপন রায় by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails