Saturday, August 1, 2020

শাঙ্খিক : দ্বাদশ বর্ষ, জুলাই ২০২০

"শাঙ্খিক'-এর এটি দ্বিতীয় সংখ্যা-- কাঠের নৌকাতে চড়ল। বেরোয় উত্তর বাংলার কোচবিহার থেকে। এটি  দ্বাদশ বর্ষ, জুলাই ২০২০ সংখ্যা। মূল সম্পাদক সুকান্ত দাস। সম্পাদনা সহযোগী দলে আছেন অসম বাংলার আরো অনেকে। 
             বেশ কিছু সুখপাঠ্য কবিতা , দুটি গল্পের সঙ্গে রয়েছে একাধিক গদ্য। বেরুচ্ছে মরিচঝাঁপি নিয়ে অনূদিত ধারাবাহিক গদ্য। রবীন্দ্রনাথকে নিয়ে আঠারো জন লেখক কলম চালিয়েছেন নানান রসে নানান রূপে। তাঁদের মধ্যে রিন্টু কার্যী, গোপেশ দাস, রাজীব দত্ত, সৌমিক ঘোষ, শুভম কর্মকার, চন্দ্রা সরকার, উজ্জ্বলা ওঁরাও, জ্যোতিরূপ ওঁরাও, মিঠুন দাস নিজেরাও আঁকিয়ে। কিছু সংগৃহীত ছবিও আছে। বাকিগুলোকে সুন্দর ছবিতে সাজিয়েছেন মনতোষ বসাক। ফলে কাগজটি হয়ে উঠেছে শুধু পড়বার নয়, দেখবারও কাগজ। প্রচ্ছদ এঁকেছেন রিণ্টু কার্যী।
সূচিপত্র এখানে দেখুন ⬇️⬇️


               সম্পাদক তাঁর গোগোল ড্রাইভেও তুলে রেখেছেন এখানে।  সেখান থেকেই এবারে চড়ল সরসরি কাঠের নৌকাতে। চড়ল, কেননা আমরা "ঈশানের পুঞ্জমেঘ' পরিবার উত্তরবাংলাকে বড় অর্থে পূর্বোত্তর ভারতেই ধরি। এমন আগেও দুই একটি চড়েছে। আগামীতেও সেখানকার আরো কাগজ এলে আমরা চড়াবো।
           পুরো কাগজটাই আপনি এখানে পড়তে পারেন, নামিয়ে নিয়ে পরেও পড়তে পারেন।  পড়তে থাকুন।



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails