Sunday, July 19, 2020

বৈচিত্র : ৩য় বর্ষ, ৩য় সংখ্যা

"বৈচিত্র' কাগজটি বেরোয় উধারবন্ধ থেকে। সম্পাদনা করেন তানিয়া সুলতানা লস্কর, আব্দুল হালিম বড়ভূইয়া ও আনওয়ারুল হক বড়ভূইয়া। তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যাটি সম্প্রতি আমাদের পাঠিয়েছেন সম্পাদক আনওয়ারুল হক। এই সংখ্যার প্রচ্ছদ সাজিয়েছেন শামিম আহমেদ লস্কর।  প্রচ্ছদ সহ ৪৫ পৃষ্ঠার পত্রিকাটি চতুর্ভাষিক। 
       লিখেছেন বহু নবীন প্রবীণ লেখক। লেখক তালিকা এরকম রণবীর পুরকায়স্থ,কাজল দেমতা,প্রলয় নাগ,আদিমা মজুমদার,ওয়াহিদ মেহেবুব মজুমদার, রূপরাজ ভট্টাচার্য,কনদীপ শর্মা,আমির উদ্দিন লস্কর,রফিউল হক মজুমদার,অমরদীপ চক্রবর্তী,সৌমিত্র দেব,আব্দুল হালিম বড়ভূইয়া,তানিয়া সুলতানা লস্কর,শিবাশিস চক্রবর্তী,অভিমন্যু,ইফতিকার লস্কর,সনম আনন্দ,সৌমিত্র রায়,পঙ্কজ সাহা,অয়নাভ পুরকায়স্থ,শ্রীকান্ত সিংহ,দেবজিৎ সিনহা,মাঙান সিংহ,আ. জাহিদ রুদ্র,জ্যোতিষ্মান কাশ্যপ,সুমন গুণ,আনসার উল হক,যুথিকা দাস,অনীতা দাস টেণ্ডন,রফিক উদ্দিন লস্কর,অনিরুদ্ধ পোদ্দার,মৃদুল কান্তি পোদ্দার,মৃদুলকান্তি মালাকার,রঞ্জন দেবনাথ,আশু চৌধুরী,জাবেদ সুলতান মজুমদার,এম . রিয়াজুল আজহার লস্কর,সাধন ভট্টাচার্য,পরম চক্রবর্তী,মেহেদী হাসান রাশেদ,ভাস্করজ্যোতি দাস,জয়দীপ চন্দ,মাশুক আহমেদ মজুমদার,অভীক রায়,অটল দাস,আশিস কুমার,আশুতোষ দাস,আহমেদ হাসান বড়ভূইয়া,প্রমিত পুরকায়স্থ,আহমেদ হুসাইন লস্কর,আব্দুল হালিম বড়ভূইয়া।
           আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।

1 comment:

  1. সমৃদ্ধ সংখা ।। অভিনন্দন ।। "বৈচিত্র" গোষ্টিকে ।।

    ReplyDelete

Related Posts with Thumbnails