Sunday, July 26, 2020

২১শের স্মরণিকা : ওপিনিয়ন মোভার্স

ওপিনিয়ম মোভার্স
"২১শে জুলাই ১৯৮৬ এবং ২১শে জুলাই ২০১০,আসামে বসবাসকারী বাঙালির নিকট ক্যালেন্ডারের অন্য ৩৬৪ দিনের মত নয়। সংগ্রামের ঐতিহ্যে স্নাত এক গৌরবময় দিন।স্মৃতি বিলাসিতায় নয় ঐতিহ্যের পুনরুদ্ধারে ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা।ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে জোয়ার আসবে এবং অস্তিত্ব রক্ষার আন্দোলন সঠিক গন্তব্যে এগিয়ে যাবে, এই উদ্দেশ্য নিয়ে OPINION MOVERS  এর ২১শে স্মরণ।২১শে মানে যে শুধু ২১শে ফেব্রুয়ারি নয় এবং বরাক উপত্যকার ভাষা শহিদ দিবস যে শুধু মাত্র ১৯শে মে নয় ২১শে জুলাইও এই কথাটিকে চেতনায় খোদাই করার উদ্দেশ্য থেকেই আন্তর্জালিক দেওয়াল পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত।দেওয়াল পত্রিকা প্রকাশের ক্ষেত্রে ১৯৮৬’র ভাষা আন্দোলনের অন্যতম ছাত্র নেতা এবং বর্তমানে তিনসুকিয়া কলেজের বাংলার অধ্যাপক সুশান্ত কর নিজের থেকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।সুশান্ত করকে আন্তরিক ধন্যবাদ।আমাদের এই প্রচেষ্টা তখনই সফল বলে মেনে নিয়ে তৃপ্ত হব যদি আপনারা এই পত্রিকা পড়েন এবং ইতিহাস জানতে আগ্রহী হন।" ওপিনিয়ন মোভার্সের হয়ে কাগজটি সম্পর্কে এভাবেই লিখেছেন সম্পাদক মণ্ডলীর পক্ষে দীপক সেনগুপ্ত। কাঠের নৌকাতে সেটি চড়াবার জন্যেও তিনিই পাঠিয়েছেন। এখানে উল্লেখ থাকা ভালো 'ওপিনিয়ন মোভার্স' মূলত শিলচর ভিত্তিক একটি আন্তর্জাল গোষ্ঠী যার যাত্রা হোয়াটস এপে শুরু হয়ে, ফেসবুক হয়ে এখন অন্য মঞ্চেও যাত্রা করছে।

    এই পুস্তিকাতে আমরা এক নতুন পরীক্ষা করলাম ফ্লিপএইচটিএমএল5 ডট কম ব্যবহার করে। 

আপনি মোবাইল বা কম্প্যুটারের পুরো পর্দা জুড়ে বই পড়মার মতো করে পাতা উলটে উলটে পড়তে পারবেন। ডেক্সটপে পড়লে মাউস বামে টেনে যান, পৃষ্ঠা বদল হবে। মোবাইলে পড়লে আঙুল বামে টেনে যান।  অথবা নামিয়ে নিয়ে সাধারণ বৈদ্যুতিন বই তথা ই-বইয়ের মতো। আপনার পাঠ অভিজ্ঞতা মন্তব্যে লিখে দিলে আমাদের ভালো লাগবে।



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails