Wednesday, May 22, 2019

বর্ণমালার রোদ্দুর: ১৯শে মে, ২০১৯


     ‘বর্ণমালার রোদ্দুর' শিলচরের ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ  সমিতির মুখপত্র', বেরোয় শিলচর থেকে। ১৯শে মে দিনে। শুরু থেকেই সম্পাদনা করে আসছেন সমিতির সম্পাদক ডাঃরাজীব কর। এবারে ২০১৯-এও তিনিই করেছেন।  প্রতিবারের মতোই এবারেও সাজিয়েছেন দিনটির সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক তাৎপর্য বাহী বেশ কিছু প্রাসঙ্গিক  অনু নিবন্ধ এবং কবিতা দিয়ে। লিখেছেন আসাম এবং আসামের বাইরেরও বহু লেখক।বিজয়া দেব, জ্যোতির্ময় রায়,সুমনা রায়, প্রেমাংশু পাল চৌধুরী, শতদল আচার্য, সায়ন বিশ্বাস, সুমিত্রা দত্ত, সত্যজিৎ বসু জয়, মহুয়া চৌধুরী,সনৎ কুমার কৈরি, অভিজিৎ চক্রবর্তী, দীপক সেনগুপ্ত, জয়দীপ চট্টোপাধ্যায়, আশিসরঞ্জন নাথ, দেবাশিস সায়ন চক্রবর্তী, পীযুষ রাউত, কপোতাক্ষী ব্রহ্মচারী, অঞ্জু এন্দো, দেবে
শ ঠাকুর প্রমুখ অনেকে। বহু অনুপ্রবন্ধের সঙ্গে রয়েছে একগুচ্ছ কবিতাও।
       বর্তমান সংখ্যাটি সপ্তদশ সংখ্যা।  এই নিয়ে কাগজটির সাতটি   সংখ্যা 'কাঠের নৌকাতে' চড়ল।  নিচের বিষয় শ্রেণিতে ক্লিক করে আগেকার সংখ্যাগুলোতেও যেতে পারবেন সহজেই।
ছাপা সংস্করণ পেতে সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ঠিকানাতে। 

          পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার   পড়তে পারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে। 

      

উনিশে মে---দ্বাদশ বর্ষ সংখ্যা

'উনিশে মে' কাগজটি একযুগ পার করল। বেরোয় কলকাতা থেকে।  নিয়মিত বেরুচ্ছে ১৯শে মে, ভাষা শহীদ দিবসে। সম্পাদক শান্তনু গঙ্গারিডি ।  সম্পাদক মণ্ডলীতে রয়েছেন আসাম পশ্চিম বাংলার বেশ কজন লেখক সম্পাদক শান্তনু ছাড়াও রণবীর পুরকায়স্থ, দেবাশিস চন্দ, রাজীব কর, সনৎ কুমার কৈরী,  তাপস রায়, নাসের হোসেন,মনোতোষ চক্রবর্তী, সুজাতা চৌধুরী, বিভাবসু। এর মধ্যে শান্তনু আসলে শান্তনু গুপ্ত। অসম থেকে পশ্চিমবাংলাতে প্রবাসী লেখক সম্পাদক। দিনটির বার্তা প্রবাসেও পৌঁছে দিতে তিনি অবিরত উদ্যোগী। সে তাঁর কাজেই বোঝা যায়। খ্যাত-অখ্যাত লেখকের  অজস্র কবিতা, বেশ কিছু চিন্তা সমৃদ্ধ নিবন্ধে সংখ্যাটি সাজিয়েছেন।  যারা লিখেছেন, এরকম 
প্রবন্ধ: রমজান আলি, অভিষেক রা্‌ কেশব মুখার্জি, নীতীশ বিশ্বাস , অজিত রায়, রণবীর পুরকায়স্থ , দেবব্রত শর্মা , কৃষ্ণামিশ্র ভট্টাচার্য , ঋষিণ মিত্র,  দেবাশিস লাহা।।

গল্প: জয় মুখার্জি , প্রীতম বিশ্বাস , অঙ্কুর চক্রবর্তী ।।

কবিতা: রণজিৎ দাশ , দীপেন রায়,  উদয়ন ঘোষ , বিজিৎকুমার ভট্টাচার্য , অনন্ত দাশ , অজিত বাইরী , নমিতা চৌধুরী,  মনোরঞ্জন ব্যাপারী , শামসুল হক আজাদ , প্রভাত চৌধুরী ,  আবু হাসান শাহরিয়ার , টোকন ঠাকুর , তাপস রায় , তারিকউল ইসলাম , প্রাণজি বসাক , পঙ্কজ সাহা  , কালিদাস ভদ্র , কাজল চক্রবর্তী , সাগর বিশ্বাস ,  বিশ্বজিৎ রায় , হুমায়ূন কবীর  চৌধুরী , দেবাঞ্জন চক্রবর্তী , সুশীল পাঁজা , নীল কাজী , জসিন্তা কেরকেট্টা , জয়দীপ চট্টোপাধ্যায় , রাণা গুপ্ত , জ্যোতির্ময় রায়চৌধুরী , সায়ন্তনী ভট্টাচার্য ,  নাইল ভট্টাচার্য্য ,অনন্যা বন্দোপাধ্যায় ,  শিবানী ভট্টাচার্য দে , ইন্দিরা ব্যানার্জি ,  দীপক আঢ্য , হারুণার রশিদ , রিফাত হাসান ,  কেয়া গুপ্ত, অগ্নিশিখা, আশিসরঞ্জন নাথ , নাসের হোসেন , আকাশলীনা , সৈয়দ কওসর   জামাল , রাণা চট্টোপাধ্যায় , অমর চক্রবর্তী , বিভাবসু , রাজু আহমেদ মামুন , সুধাংশুরঞ্জন সাহা , প্রবীর চট্টোপাধ্যায় , সুভদ্রা ভট্টাচার্য ,  নীল রায় , তন্ময় বীর , সুবীর ঘোষ , পার্থ ঘোষ , পঙ্কজ চক্রবর্তী , ভবানীপ্রসাদ গুইন , প্রভাতকুমার মুখোপাধ্যায় , মনোতোষ চক্রবর্তী , অমৃতা চট্টোপাধ্যায় , আদিত্য সেন , দেব দত্ত , সোমা রায় , পার্থপ্রতিম চৌধুরী , নীলিমা সরকার , দেবাশিস চন্দ , অচিন্ত্য নন্দী , প্রভঞ্জন হালদার , দিলীপকান্তি লস্কর , আশুতোষ দাস , দিলীপ দে , সুদেষ্ণা গঙ্গোপাধ্যায় , দেবারতি ভট্টাচার্য , সৌমিত্র বৈশ্য , মানসরঞ্জন সেনগুপ্ত , ইন্দ্রনীল ভট্টাচার্য , শঙ্কর ঘোষ , মধুছন্দা মিত্র ঘোষ , শীলা বিশ্বাস , গৌতম কুমার গুপ্ত , সৌমিত্র চৌধুরী , তথাগত চক্রবর্তী , তাপস মিত্র , রবীন বসু , জুবিন ঘোষ , স্বপন শর্মা , বরুণ চক্রবর্তী , উৎপল তালধি , ইন্দ্রাণী দত্ত পান্না , পাপড়ি ভট্টাচার্য , মৃত্যুঞ্জয় কুণ্ডু , সুজাতা চৌধুরী ,সব্যসাচী কলমচি , ইমানুল হক , মোনালিসা চট্টোপাধ্যায় , তন্ময় ঘৃত , কৌশিক চক্রবর্তী , শান্তনু গঙ্গারিডি।
অলংকরণ করেছেন কবি বিভাবসু।
          ছাপা সংস্করণ পেতে বা সম্পাদকের সঙ্গে যোগাযোগের জন্যে এখানে দেখুন...

পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার   পড়তে পারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।  
Related Posts with Thumbnails