সব মিলিয়ে ১১৩ পৃষ্ঠার বই। আশা করি ভালো লাগবে।
পুরো বইটি আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।
অথবা এখানেও পাবেন গোগোল ড্রাইভে।
কাহিনি পঞ্চক/Fiction Five by Sushanta Kar on Scribd


No comments:
Post a Comment