Tuesday, October 3, 2017

কাহিনি পঞ্চক/Fiction Five

নীলদীপ চক্রবর্তী কবিতা, গল্প, নাটক লেখেন। নাটক পরিচালনা করেন। স্থানীয় টিভি চ্যানেলে সংবাদও পড়েন। এবং আজকাল আন্তর্জালে ব্লগেও লেখেন। থাকেন তিনসুকিয়াতে। পেশায় শিক্ষক। ঈশানের পুঞ্জমেঘে তো লেখেনই, তাঁর নিজের একটি ব্লগ রয়েছে। ২০০৮এ প্রথম কবিতার বই প্রকাশিত হয়। 'কাহিনি পঞ্চক/Fiction Five' বইটি গল্পের। দ্বিভাষিক। পাঁচটি ছোট গল্প, যার ইংরেজি অনুবাদও তিনি নিজেই করেছেন। প্রকাশিত হয়েছে গুয়াহাটির ভিকি পাবলিশার্স থেকে, ২০১৬তে। প্রচ্ছদ করে দিয়েছেন প্রসিদ্ধ চিত্র শিল্পী ত্রিদিব দত্ত। 
              সব মিলিয়ে ১১৩ পৃষ্ঠার বই। আশা করি ভালো লাগবে। 
         
  পুরো বইটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে। 
অথবা এখানেও পাবেন গোগোল ড্রাইভে। 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails