Tuesday, May 2, 2017

অমৃত যাত্রা




        
   দৈনিক সকালবেলা কাগজটি ধূমকেতুর মতো দেখা দিয়ে চলে গেছিল। ২০১২র এপ্রিল থেকে ২০১৩র এপ্রিল অব্দি প্রায় প্রতি সপ্তাহে তাতে উত্তর সম্পাদকীয় লিখে গেছেন কবি-কথাশিল্পী সমর দেব। সেগুলোর থেকে বাছাই করে ষোলটি প্রবন্ধ নিয়ে এই সংকলন ‘অমৃতযাত্রা’। প্রকাশ করেছে পশ্চিম বাংলার ‘ছোঁয়া’ ২০১৬র জানুয়ারিতে। প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন শুভ্রনীল ঘোষ।
           প্রবন্ধগুলোর বিষয় ঘোরাফেরা করেছে মূলত সাহিত্য, সংস্কৃতি, আমাদের বৌদ্ধিক জিজ্ঞাসা আর পরিচিতির সংকট নিয়ে। এক কবির কলমে শতাধিক পৃষ্ঠার এই গদ্য গ্রন্থ আশা করছি আপনাদের ভালো লাগবে। শুধু পিডিএফটি দুর্বল হবার ফলে পড়তে সামান্য অসুবিধে হলেও পড়া যাবে বলেই আমাদের অভিজ্ঞতা বলে।

আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)
            যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails