
চটি কাগজ । মাত্র ২৪ পৃষ্ঠার । তাতে দুই সম্পাদকের তারুণ্যদীপ্ত সম্পাদকীয় মন
কাড়বে। প্রথম সম্পাদকীয় পড়ে জানা গেল ‘কার্নিভ্যালে’র জন্ম আসলে গানের দল হিসেবে,
যখন তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এবারে সেই দলের সংযোজন ঘটল এই কাগজটি। মাধব
দাস লিখেছেন, ‘কার্নিভ্যাল একটি স্বপ্ন’। কিসের
স্বপ্ন--- তার জবাব মূল কাগজেই রয়েছে।
আমরা শুধু আশা করতে পারি পাঠক চটজলদি কাগজখানা পড়ে নেবেন, এবং উপভোগও করবেন।
ভাববেন এবং ভাবাবেন। ছাপা কাগজ পেতে গেলে এই ঠিকানাতে যোগাযোগ করতে পারেন।
আন্তর্জাল সংস্করণ এখানে পুরোটাই পড়তে পারবেন। অন্যকেও শেয়ার করে পড়াতে
পারবেন। দরকারে নামিয়ে নিয়ে পরেও পড়তে পারেন। নিচের বোতামগুলো দেখুন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন।
মোবাইলে পড়তে হলে স্ক্রাইবড এপ দরকার পড়তে পারে, সেটি এখান থেকে নামিয়ে নিন।
কার্নিভ্যাল : ১ম বর্ষ, ১ম সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment