Monday, April 24, 2017

পাখি সব করে রবঃ ৩০ সংখ্যা

টি মাসিক কবিতার পত্রিকা 'পাখি সব করে রবে'র এটা ত্রিংশতিতম (৩০) সংখ্যা। প্রায় বৎসরাধিক কাল পুরোনো। বেরিয়েছিল এপ্রিল ২০১৬তে ৩য় বর্ষ, ৬ষ্ঠ    সংখ্যা হিসেবেই। আমরা পেয়েওছি যথা সময়ে। কিন্তু নানা প্রায়োগিক এবং অপ্রায়গিক কারণে কাঠের নৌকাতে নিয়ে আসতে বিলম্ব হল। সেই ত্রুটির স্খালন হবে এখন ক্রমে ক্রমে। একেবারেই সাম্প্রতিক সংখ্যাঅব্দি।  যথারীতি  অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ  কবিদের কবিতা নিয়ে সাজিয়েছেন। কুড়িজন (২০) কবির কবিতা রয়েছে।তাঁর মধ্যে একজন শিবনাথ সিংহের একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি কবিতা এবং কবিরই করা বাংলা অনুবাদ।
          ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এটা দিলেন  'কাঠের নৌকো'র জন্যে। সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ 
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails