রাজেশ শর্মা এবং বিশ্বকল্যাণ পুরকায়স্থের সম্পাদনায় এই ছোট্ট কবিতার কাগজ 'পাগলবনে' বেরোয় শিলচর শহর থেকে। ইতি মধ্যে বেশি কিছু সংখ্যা বের করে এই দুই তরুণ কবি এদের সম্পাদকীয় রুচি এবং দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমান 'মৃত্যু উপত্যকা' সংখ্যাটি বেশ পুরোনো, ২০১৪তে প্রকাশিত ৪র্থ বছর ৫ম সংখ্যা। স্কেন করে পিডিএফ করে পাঠিয়েছেন, আরেক কবি বন্ধু এবং ঈশানের অন্যতম সঞ্চাল রাজেশ চন্দ্র দেবনাথ। পাঠানোর দিন হলো , আমাদেরই এখানে তোলতে দেরি হলো বলে দুঃখিত। সামান্য প্রায়োগিক সমস্যার জন্যে পৃষ্ঠাগুলো কিছু বাঁকা দেখালেও পড়তে অসুবিধে হবার কথা নয়। ১৭জন নবীন প্রবীণ কবির কবিতা দিয়ে সাজানো মাত্র ১২টি পৃষ্ঠার এই সংখ্যাটি আশা করছি আপনারা উপভোগ করবেন।
সম্পাদকদের সংগে কথা বলতে গেলে এখানে দেখুন...
সম্পাদকদের সংগে কথা বলতে গেলে এখানে দেখুন...
সম্পাদকদের সংগে কথা বলতে গেলে ... |
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে
পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)।
No comments:
Post a Comment