Sunday, December 20, 2015

বসুন্ধরা: ১ম সংখ্যা

Vasundhara


    ‘বসুন্ধরা’  Centre for Research in Ecology Environment and Social Science (CREESS)-এর একটি প্রকাশনা। তাদের পুরোনো পরিচিত  প্রকাশনা  International Journal of Environment and Natural Sciences। (IJENAS) । বসুন্ধরা সেই কাগজেরই বিশেষ সংখ্য তথা  সহোদরা।  প্রথম সংখ্যাই একটি বিশেষ সংখ্যা। বাংলা, অসমিয়া, হিন্দি এবং ইংরেজি নিয়ে বহুভাষিক কাগজ। IJENASএর কাজ যদিও পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ চেতনা বৃদ্ধিতে এরা বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন। কবি এবং পরিবেশ বিজ্ঞান কর্মী  ড০পিঙ্কি পুরকায়স্থের সম্পাদনাতে  ‘বসুন্ধরা’ এতে নতুন সংযোজন। প্রথম বিশেষ সংখ্যাটি বেরিয়েছিল শারদ সংখ্যা হিসেবেই, গেল অক্টোবরে। ‘ঈশানের পূঞ্জমেঘ’ আন্তর্জাল গোষ্ঠীরও ---‘কাঠের নোকা’ যার সহযোগীব্লগ---তিনি অন্যতম সঞ্চালক।   তিনিই ‘কাঠের নৌকা’র জন্যে এই পিডিএফের ব্যবস্থা করেছেন, তাই আমরাও পাঠকদের জন্য উন্মুক্ত করে দিতে পারলাম। ভারত –বাংলাদেশ থেকে চারটি ভাষায় গল্পে-কবিতায় এবং নিবন্ধে সংখ্যাটি সাজিয়েছেন। প্রচ্ছদ এঁকে দিয়েছেন অনিন্দ্য মিত্র। প্রচ্ছদ নিয়ে ৮৩ পৃষ্ঠার কাগজ , আশা করছি পড়তে আপনাদের ভালোই লাগবে। 
            আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন) 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails