ডাঃ সৌমিত্র ঘোষ ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ তথা অধ্যাপক। নিজের বিষয়টিকে সহজ সরল ভাষাতে মানুষের কাছে পৌঁছে দিতে তিনি আশ্রয় নিয়েছেন বাংলা ভাষা আর পদ্যের ছন্দকে। ৫১টি বিষয় নিয়ে ৫১ পদ্য। 'মনোরোগ ছন্দে, মনোবিদের সঙ্গে' । 'ইণ্ডিয়ান সাইকিয়াট্রিস্ট সোসাইটি'র পূর্বাঞ্চলীয় সম্মেলনে গত ১৯ অক্টোবর এই বইটির উন্মোচন করেন রাজ্যের আরো এক খ্যাতনামা মনোবিদ এবং অভিনেতা গুয়াহাটির ডাঃ জয়ন্ত দাস। পাঠকের সঙ্গে প্রচ্ছদে লেখকের পরিচয় করিয়ে দিয়েছেন ইংরেজি ভাষার খ্যাতনামা অধ্যাপক এবং কবি অমরেশ দত্ত।যখন কিনা এই রাজ্যের বহু বাংলা সাহিত্যের অধ্যাপকেরাও গদ্য পদ্যে লেখা ছেড়ে বসে আছেন সেখানে একজন চিকিৎসকের এই প্রয়াস প্রশংসার যোগ্য।
পিডিএফ সংগ্রহ করলেন, তাঁর বন্ধু আমাদের 'ঈশানের পুঞ্জমেঘে'র সদস্য সুলেখক ডাঃ মৃন্ময় দেব। পুরোটা এক পিডিএফে আসে নি। শুরুর দিকে কিছু পৃষ্ঠা তাই আমরা ছবিতে তুলে দিলাম। দু'বার ক্লিক করলেই সেগুলো বড় হয়ে যাবে , এবং পড়তে পারবেন। বাকি পুরো বই আপনি এখানে, কম্প্যুটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারবেন। অথবা অবসরে নামিয়ে নিয়েও। নিচের বোতাম গুলো ব্যবহার করুন। আপনার দরকার পড়তে পারে এডোবে ফ্লাস্প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন।
No comments:
Post a Comment