Thursday, December 5, 2013

বর্ণমালার রোদ্দুরঃ শিলচরের ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির মুখপত্র, ১৯ মে, ২০১৩

'বর্ণমালার রোদ্দুর' শিলচরের ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির বাৎসরিক প্রকাশনা। এই সংখ্যাটি ডাঃ রাজীব করের সম্পাদনাতে বেরিয়েছিল গেল ১৯ মে , ২০১৩তেই। তখনি তিনি আমাদের এটি পাঠিয়েছিলেন। আমাদের অপরাধ হয়ে গেছে যে সময় মতো এটি এখানে কথা দিয়েও প্রকাশ করে উঠিনি। বা পারিনি। এবারে দেরিতে হলেও অপরাধ স্খালন করা গেল।
   

   আসলে বিষয়টি এমন যে পুরোনো হবার নয়। যথারীতি অসমের বাংলা ভাষা আন্দোলন এবং বর্তমান স্থিতি নিয়ে একাধিক গদ্যের পাশা পাশি বেশ কিছু কবিতাতে সংখ্যাটি সাজিয়েছেন। এগুলো গোটা বছরই পাঠক পড়তে চাইবেন নিশ্চয়। কারণ, এই বিষয়টি নিয়ে এখনো আন্তর্জালে চর্চার বহু খামতি আছে। অনেকেই সন্ধান করেও কিছু পান না। আমরা এই নিয়ে পরপর দু'টি সংখ্যা এখানে তুললাম। আমাদের বিষয় সূচী দেখলেই সন্ধান পেয়ে যাবেন।

    কাগজটি আপনি এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails