অসমের করিমগঞ্জ জেলার এক প্রান্ত শহর পাথারকান্দি। সেখান এক স্কুল ‘কোরক বিকাশ সায়ন্তন বিদ্যাঙ্গন’। সেই স্কুলের পত্রিকা ‘বৃন্ত’। ২০০৯ থেকে ২০১১ র তিনটি সংখ্যা ( দ্বিতীয় থেকে চতুর্থ) পরপর কাঠের নৌকার কাছে পাঠালেন সম্পাদক পঙ্কজ ভট্টচার্য। নিয়ম করে ১৯ মে তারিখে, ভাষা শহীদ দিবসে বেরোয় কাগজটি। আর পাঁচটা বিদ্যালয় পত্রিকা থেকে এই কাগজটি আলাদা এর জন্যে যে এর প্রতিটি সংখ্যাতে সম্পাদকমণ্ডলীর যত্নের ছাপ রয়েছে। এবারে ২০১১র সংখাতে এরা ১৯৬১র ভাষাশহিদদের আত্মদানের সুবর্ণজয়ন্তীকে স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। আর উৎসর্গ করেছেন জাপানে সুনামীতে নিহত শতশত নরনারীদের। এই কথা গুলো মনে রাখতে পারে কতজন স্কুল ছাত্র, তাদের মনে করিয়ে দেনই বা কতজন শিক্ষক? এবারে তাঁরা বরাকের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র খাসপুরের ইতিবৃত্তের সঙ্গে সঙ্গে বরাকের পথের ইতিকথাও শুনিয়েছেন। এমন কিছু কাজের প্রবন্ধের সঙ্গে একগুচ্ছ বাংলা হিন্দি কবিতা, রম্যরচনা, জানবার কথা দিয়ে সাজিয়েছেন তাঁরা এই কাগজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে পড়তে পারেন। কেবল , আপনার দরকার পড়তে পারে, এডোব ফ্লাসপ্লেয়ার । সেটি নামিয়ে নিন এখানথেকে।
No comments:
Post a Comment