অসমের করিমগঞ্জ জেলার এক প্রান্ত শহর পাথারকান্দি। সেখান এক স্কুল ‘কোরক বিকাশ সায়ন্তন বিদ্যাঙ্গন’। সেই স্কুলের পত্রিকা ‘বৃন্ত’। ২০০৯ থেকে ২০১১ র তিনটি সংখ্যা ( দ্বিতীয় থেকে চতুর্থ) পরপর কাঠের নৌকার কাছে পাঠালেন সম্পাদক পঙ্কজ ভট্টচার্য। নিয়ম করে ১৯ মে তারিখে, ভাষা শহীদ দিবসে বেরোয় কাগজটি। আর পাঁচটা বিদ্যালয় পত্রিকা থেকে এই কাগজটি আলাদা এর জন্যে যে এর প্রতিটি সংখ্যাতে সম্পাদকমণ্ডলীর যত্নের ছাপ রয়েছে। কিন্তু এহ বাহ্য! যেটি নজর কাড়ে তা এদের সামাজিক দায়বদ্ধতা। ২০০৯ এর সংখ্যাটিই যেমন, পাথারকান্দির ঐতিহ্য, পাথারকান্দির ইতিহাসের সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেবার প্রয়াস রয়েছে দুটি নিবন্ধে। এ ছাড়া আছে , একগুচ্ছ বাংলা হিন্দি কবিতা, রম্যরচনা । কাগজটি উৎসর্গ করেছেন প্রয়াত ঐতিহাসিক ড০ সুজিত চৌধুরী, কবি করুণারঞ্জন ভট্টাচার্য এবং সঙ্গীত শিল্পী মানিক চন্দ্র রায়ের উদ্দেশ্যে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে পড়তে পারেন। কেবল , আপনার দরকার পড়তে পারে, এডোব ফ্লাসপ্লেয়ার । সেটি নামিয়ে নিন এখান থেকে।
No comments:
Post a Comment