Friday, May 22, 2020

শাঙ্খিক : দ্বাদশ বর্ষ, মে ২০২০

"শাঙ্খিক' বেরোয় উত্তর বাংলার কোচবিহার থেকে। এটি  দ্বাদশ বর্ষ, মে ২০২০ । মূল সম্পাদক সুকান্ত দাস। সম্পাদনা সহযোগী দলে আছেন অসম বাংলার আরো অনেকে। বহদিন পরে বেরুলো। তাই সম্পাদক এই সংখ্যা সম্পর্কে লিখছেন অজ্ঞাতবাস পরবর্তী সংখ্যা।

এখানে দেখুন ⭆



              গুটি কয় সুখপাঠ্য কবিতা এবং একটি অনূদিত ধারাবাহিক গদ্যে (ভুল করে লিখেছেন গল্প, আগামী সংখ্যাতে সংশোধিত হবে) এই সংখ্যা সাজিয়েছেন। নিচে দেখুন 🔽🔽



              লকডাউনের দিনে বেরিয়েছে। তাই আপাতত আন্তর্জালেই পড়া যাবে। সম্পাদক তাঁর গোগোল ড্রাইভেও তুলে রেখেছেন এখানে।  
             সেখান থেকেই কাগজটি চলে এলো "কাঠের নৌকাতে' । এলো কেননা আমরা 'ঈশানের পুঞ্জমেঘ' পরিবার উত্তরবাংলাকে বড় অর্থে পূর্বোত্তর ভারতেই ধরি। এমন আগেও দুই একটি চড়েছে। আগামীতেও সেখানকার আরো কাগজ এলে আমরা চড়াবো।
           পুরো কাগজটাই আপনি এখানে পড়তে পারেন, নামিয়ে নিয়ে পরেও পড়তে পারেন। হয়তো আপনার মোবাইলে পড়তে হলে দরকার হতে পারে ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড এপ দুটি। নামিয়ে নিন। পড়তে থাকুন।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails