Thursday, December 5, 2013

উন্মেষঃ ১৮শ বর্ষ, ৬ষ্ঠ এবং ৭ম যুগ্ম সংখ্যা; ২০০৯

সূচীপত্র

'উন্মেষ' পূর্বোত্তর ভারতের অন্যতম সুপরিচিত বাংলা কাগজ। বেরোয় একযোগে ত্রিপুরার কৈলাশহর  এবং কলকাতা থেকে। সম্পাদনা করে নির্মল কুমার দত্ত । এই সংখ্যাটি কাগজের অষ্টাদশ বর্ষ , ৬ষ্ঠ এবং ৭ম যুগ্ম সংখ্যা । বেরিয়েছিল সেপ্টেম্বর ২০০৯এ । দেখতে গেলে সংখ্যাটি সামান্য পুরোনো বটে। ভেতরে গেলেই দেখবেন এর কোনটাই পুরোনো হবার নয়। বিশেষ করে শ্যামল ভট্টাচার্যের লেখা ত্রিপুরার বাংলা গল্পের ইতিবৃত্ত অন্য কী ভাবেই বা পাঠক পড়তে পেতেন ? সঙ্গে একগাদা মনে রাখবার মতো অসম -ত্রিপুরার লেখকদের ছোট গল্প আর দীর্ঘ কবিতা একত্রে। এই সংখ্যা দিয়ে শুরু হলো। আরো কিছু সংখ্যা আমাদের হাতে আছে , ধীরে ধীরে এখানে তুলব। আমাদের ধন্যবাদ সম্পাদক নির্মল কুমার দত্তকে, নিজেদের সাইট থাকা সত্তেও এখানে তোলবার অনুমতি দেবার জন্যে...

এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails