প্রতিমাসে
নিয়ম করে বেরোচ্ছে কবিতার এই ছোটো পত্রিকা "পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশবিশ্বাসের
সম্পাদনাতে। অসম -ত্রিপুরার
নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী
ভাষাগুলোর কবিতাও, কিংবা
সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি
ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়।
বর্তমান জুন ২০২১ সংখ্যা তথা ৮ম বর্ষ ৮ম সংখ্যা তথা ৯২ সংখ্যাটি খানিক ব্যতিক্রম। তা এর জন্যেই যে পূর্বোত্তরের বাংলা কবিতার অঙ্গনে নক্ষত্র পতন হল ২৫শে এপ্রিলে। কোভিড আক্রান্ত হয়ে চলে গেলেন কবি প্রদীপ চৌধুরী। তাঁকে স্মরণ করতে গিয়ে সংখ্যাটি খানিক আয়তনে বাড়িয়ে দেওয়া হল। প্রয়াত কবিকে স্মরণ করেছেন ৩৫ জন নবীন প্রবীণ কবি লেখকেরা। রয়েছে তাঁর একটি চিঠি আর হাতে লেখা কবিতার বাইরেও আরও একগুচ্ছ কবিতা। প্রদীপ চৌধুরীকে যারা পড়েন নি তাঁদের ঔৎসুক্য বাড়িয়ে দেবার সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ আয়োজন।
বর্তমান জুন ২০২১ সংখ্যা তথা ৮ম বর্ষ ৮ম সংখ্যা তথা ৯২ সংখ্যাটি খানিক ব্যতিক্রম। তা এর জন্যেই যে পূর্বোত্তরের বাংলা কবিতার অঙ্গনে নক্ষত্র পতন হল ২৫শে এপ্রিলে। কোভিড আক্রান্ত হয়ে চলে গেলেন কবি প্রদীপ চৌধুরী। তাঁকে স্মরণ করতে গিয়ে সংখ্যাটি খানিক আয়তনে বাড়িয়ে দেওয়া হল। প্রয়াত কবিকে স্মরণ করেছেন ৩৫ জন নবীন প্রবীণ কবি লেখকেরা। রয়েছে তাঁর একটি চিঠি আর হাতে লেখা কবিতার বাইরেও আরও একগুচ্ছ কবিতা। প্রদীপ চৌধুরীকে যারা পড়েন নি তাঁদের ঔৎসুক্য বাড়িয়ে দেবার সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ আয়োজন।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো দিলেন "কাঠের নৌকো'র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানেপড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
পাখি সব করে রবঃ ৯২ সংখ্যা ৸ কবি প্রদীপ চৌধুরী স্মরণে by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment