Monday, June 28, 2021

শ্রীভূমির বাণভট্ট ৵ মানবেন্দ্র ভট্টাচার্য


 হাকবি বাণভট্ট কি শ্রীভূমির জাতক ছিলেন? মানবেন্দ্র ভট্টাচার্যের এমনটাই দাবি। পূর্বোত্তরের সুপরিচিত ইতিহাসবেত্তা ও প্রাবন্ধিক মানবেন্দ্র ভট্টাচার্যের জীবনের শেষ দিককার কাজ এই ঐতিহাসিক উপন্যাস 'শ্রীভূমির বাণভট্ট'। ২০০৫-এ বইটি ছেপে প্রকাশ করেন আগরতলার অক্ষর পাবলিকেশনস। মূল্য ছিল মাত্র ১৭৫টাকা। বইটি এখনও বাজারে মেলে এখানে ওখানে। সেদিন হঠাৎ সন্ধান করে দেখা গেল, আর্কাইভ ডট অর্গেদিব্যি এর আন্তর্জাল সংস্করণ রয়েছে। অগত্যা আমরা এনে কাঠের নৌকাতে জুড়ে দিলাম।

    একটি উপভোগ্য উপন্যাস হিসেবে পাঠক বইটি টান টানা উত্তেজনা ও কৌতূহল নিয়ে পড়ে ফেলতে পারবেন। যদিও ইতিহাস ভাগ নিয়ে প্রশ্ন থেকেই যাবেবাণভট্টের জন্ম এবং বাল্য তারুণ্য কি শনবিল, উত্তর ত্রিপুরা, করিমগঞ্জ কাটিগড়াতেই কেটেছে? বদরপুর, কাটিগড়াতে কি তিনি সেকালেই সত্যি এখনকার মতো নাটকের দল নিয়ে ঘুরে বেড়িয়েছেন? এখান থেকেই কি তাঁর কামরূপ রাজ ভাস্কর বর্মণের সঙ্গে যোগাযোগ এবং সেই যোগাযোগের সূত্র ধরেই সম্রাট হর্ষবর্ধনের রাজসভা অব্দি পৌঁছে যাওয়া? এমন বহু প্রশ্নের জবাব সন্ধান করে ফিরবেন পাঠক। তার চেয়েও চিত্তাকর্ষক প্রশ্ন হচ্ছে রামায়ণের পুরো রামলীলাটাও কি এখনকার অসমের করিমগঞ্জ জেলাতেই সম্পন্ন হয়েছিল? এই অব্দি পড়ে পূর্বানুমান নিয়ে উপন্যাস থেকে সরে গেলে পাঠক ঠকে যাবেন। না হয় রূপকথা বলেই পড়ে নিলেন। 

পুরো বইটাই এখানে পড়তে পারেন। ডেক্সটপে পড়লে সুবিধে। পুরো পর্দা জুড়ে বা নামিয়ে নিয়ে পরে। মোবাইলে পড়লে আপনার ১) ব্লগার্স ও ২) স্ক্রাইবড এপের দরকার পড়তে পারে।

 

 

 

শ্রীভূমির বাণভট্ট by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails