Sunday, February 14, 2021

জড়র টানে : সর্বভারতীয় সিলেটি ফোরামের সিলেটি পত্রিকা


 ‘জড়র টানে ’ --সর্বভারতীয় সিলেটি ফোরামের সিলেটি পত্রিকা। ফোরাম মূলত একটি ফেসবুক গোষ্ঠী। ২০১৮-তে প্রতিষ্ঠিত। ৮ হাজারের বেশি সদস্যের এই গোষ্ঠী মূলত কোভিড কালের দেহদূরত্ব ও ঘরবন্দির কালে এহেন একটি পত্রিকার পরিকল্পনা করেন। এবং সফলতার সঙ্গে বের করেন। গোষ্ঠীর প্রশাসক রত্নদীপ দাশের   সম্পাদনাতে এই সুসজ্জিত কাগজ প্রকাশিত হয়েছে গত পৌষ সংক্রান্তিতে। সিলেটিতে দিনটিকে ‘তিল সংরাইন' -ও বলে।  গোষ্ঠীর হয়ে কাগজটি প্রকাশ করেছেন তন্ময় চক্রবর্তীছাপা সংস্করণ করেছেন।   বৈদ্যুতিন সংস্করণও ছড়িয়েছেন। কাঠের নৌকাতে চড়াবার অনুমোদনও জানিয়েছেন। সেই সুবাদে কাগজটি এখানে এল।

 পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।   মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

 

জড়র টানে : সর্বভারতীয় সিলেটি ফোরামের সিলেটি পত্রিকা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails