বিজিৎ ভট্টাচার্য, আর এখন শিখা ভট্টাচার্য সম্পাদিত 'সাহিত্য' পত্রিকার পরিচয় দেয়াই বাহুল্য। পূর্বোত্তর ভারতের সবচাইতে দীর্ঘজীবি কাগজ এই 'সাহিত্য'। দক্ষিণ আসামের প্রত্যন্ত হাইলাকান্তি থেকে প্রকাশিত এই পত্রিকাটি সম্প্রতি পঞ্চাশ (৫০) বছর পূর্ণ করেছে। গেল ২৩শে অক্টোবর, ২০১৬ হাইলাকান্দিতে হয়ে গেল 'সাহিত্য উৎসব ২০১৬' । সম্প্রতি বেরুলো সেই পঞ্চাশ বছরের দ্বিতীয় সংখ্যা। দশক দুই আগেকার কিছুদিন বিরতি বাদ দিলে শুধু গ্রাহকদের উপরে নির্ভর করেই কাগজটি নিয়মিত বেরিয়ে যাচ্ছে। এক সুপরিকল্পিত সাংগঠনিক এবং সম্পাদনা কৌশলই একে সম্ভব করেছে। এই অব্দি বেরিয়েছে ১৩৩টি সংখ্যা। 'সুবর্ণজয়ন্তী বর্ষ উৎসব সংখ্যা'। এই সংখ্যাটির থেকেই 'সাহিত্য' আন্তর্জালের জন্যে উপস্থিত হলো। পিডিএফ পাঠাবার জন্যে সম্পাদক শিখা ভট্টাচার্যকে কাঠের নৌকার তরফে অশেষ ধন্যবাদ। আশা করি, ভবিষ্যৎ সংখ্যাগুলোও আসতে থাকবে। আন্তর্জালে প্রথম সংখ্যা বলে কিছু প্রায়োগিক ত্রুটি থেকে গেছে। যেমন ছবি গুলো নেই। বা কিছু হরফ পিডিএফে জুড়ে গেছে। আশা করছি এতে পড়তে বিশেশ অসুবিধে হবে না এবং পরের সংখ্যাতে এই সব সমস্যাও থাকবে না।
সম্পাদকের ঠিকানা এবং কাগজ সম্পর্কিত কিছু তথ্য, এই সংখ্যার সূচিপত্র, এবং 'সাহিত্য উৎসব ২০১৬'-এর কিছু ছবি রইল।
সম্পাদকের ঠিকানা এবং কাগজ সম্পর্কিত কিছু তথ্য, এই সংখ্যার সূচিপত্র, এবং 'সাহিত্য উৎসব ২০১৬'-এর কিছু ছবি রইল।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। একেবারে নিচে দেখুন। মোবাইলে পড়তে গেলে স্ক্রাইবড এপ দরকার পড়বে, সেটিও এখান থেকে নামিয়ে নিন।
সাহিত্য ১৩৩; বর্ষ ৫০, সংখ্যা ২ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment