আর্ট-ইকোঃ ৩য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা, শারোদৎসব, ১৪২০ সংখ্যা আমরা তুলেছিলাম গেল মাসে। এবারে সন্দিপন পাঠালেন ৩য় বর্ষ, ৭ম সংখ্যা। আগেই লিখেছি তিন বছর ধরে বের করছেন এই দ্বিভাষিক কাগজ । সম্পাদনা করেন তপোজ্যোতি ভট্টাচার্য। মূদ্রণ এবং প্রকাশনার দায়িত্ব পালন করেন সন্দিপন দত্ত পুরকায়স্থ। পূর্বোত্তর ভারতে এমন কাগজ এটিই প্রথম। কাগজটি ইংরাজি এবং বাংলা এই দু'ই ভাষাতে প্রকাশ করে থাকেন। দেশি বিদেশি শিল্পী এবং শিল্পকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবার চেষ্টা আছে। বরাক উপত্যকা এবং বাইরের লেখকদের লেখা রয়েছে। বাংলা লেখক তালিকাতে রয়েছেন, অঞ্জন সেন। লিখেছেন পুথিপাটার বৈচিত্র চিত্র নিয়ে। গণেশ পাইনকে স্মরণ করেছেন প্রভাকর মণি তিওয়ারি। তাঁর হিন্দি লেখাটি বাংলাতে অনুবাদ করেছেন তমোজিৎ সাহা। সংহিতা দত্ত চৌধুরী সম্প্রতি করিমগঞ্জে অনুষ্ঠিত এক প্রদর্শনী নিয়ে আলোচনা করেছেন। প্রচ্ছদগুলো আগের মতোই পিডিএফে ধরা যায় নি। আমরা তাই আলাদা করে পেশ করছি। বাকি কাগজ আপনি এখানে পুরোটাই পড়তে পাবেন। সব মিলিয়ে ত্রিশ পৃষ্ঠার কাগজের মূল্য ৩০টাকা। সংগ্রহ করতে চাইলে বা আলাপ করতে চাইলে কথা বলুন
সন্দিপনের সঙ্গেঃ০৯৪০১২৩৬২২৫
|
৩য় প্রচ্ছদ |
আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। পিডিএফের নিচে বোতাম গুলো পরখ করুন। আপনি চাইলে নামিয়েও নিতে পারেন , পরে পড়বেন বলে। আপনার শুধু দরকার পড়লেও পড়তে পারে,
এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন।
No comments:
Post a Comment