ডিসেম্বর, ২০২৬ তথা ১৩শ বর্ষ ২য় সংখ্যা এখানে রইল। আরও স্পষ্ট করলে পত্রিকার ১৪৬ সংখ্যা। সংখ্যাটি সমর্পিত হয়েছে সদ্য প্রয়াত কবি শঙ্খ পল্লব আদিত্যের স্মরণে। তাঁর একটি কবিতার পুনর্মুদ্রণ ছাড়াও তাঁকে চারটি গদ্যে স্মরণ করেছেন পীযূষ রাউত, মানস পাল, কুমার অজিৎ দত্ত এবং সম্পাদক সেলিম মুস্তফা স্বয়ং। এছাড়াও যথারীতি রয়েছে বেশ কিছু সুখপাঠ্য কবিতা। এই সংখ্যার পৃষ্ঠা রয়েছে বারো।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো দিলেন 'কাঠের নৌকো'-র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানেপড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।


No comments:
Post a Comment