Saturday, February 3, 2024

মানবী ৷৷ ১৭শ বর্ষ ৷৷ ৩য়-৪র্থ সংখ্যা ৷৷ জুলাই -ডিসেম্বর ২০২৩

 


মানবীসপ্তদশী। সতেরোতে পা দিয়ে শিলচরের মানবী’-দের দ্বারা প্রকাশিত অসম তথা পূর্বোত্তরের এই গুরুত্বপূর্ণ ছোটো কাগজ এসে চড়েছিল কাঠের নৌকাতে। এবারে এসে চড়ল সপ্তদশ বর্ষ তৃতীয়-চতুর্থ সংখ্যা তথা জুলাই ডিসেম্বর ২০২৩ সংখ্যা। ৭২ পৃষ্ঠার কাগজ, মূল্য মাত্র ৬০ টাকা।

কবিতাতে কলম ধরেছেন স্বর্ণালি বিশ্বাস ভট্টাচার্য, তমাল শেখর দে প্রমুখ ১৩ জন কবি। অনুগল্প লিখেছেন বর্ণশ্রী বকসি, গল্পে কলম ধরেছেন ঝুমুর পণ্ডে সহ পাঁচজন কথাশিল্পী।  সুজিত দাস ও মঞ্জরি হীরামনি রায় আলোচনা করেছেন দুটি বই নিয়ে। প্রথমটি সম্প্রতি প্রকাশিত প্রণবানন্দ দাশের মনিপুর ফাইলস এবংদ্বিতীয়টি শর্মিলা দত্তের অনুগল্পের সংকলন 'উইন্ডোসিটি'। সদ্য প্রয়াত কবি সুশান্ত ভট্টাচার্যের স্মরণে কলম ধরেছেন চার সম্পাদিকা। 

        এই সংখ্যার সম্পাদনা করেছেন যৌথভাবে শর্মিলা দত্ত , চন্দ্রিমা দত্ত, শেলী দাস চৌধুরী এবং দোলন চাঁপা দাস পাল

        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.

মানবী ৷৷ ১৭শ বর্ষ ৷৷ ৩য়-৪র্থ সংখ্যা ৷৷ জুলাই -ডিসেম্বর ২০২৩ by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails