Tuesday, September 8, 2020

প্রবাহ : ৩৩ বর্ষ, ১ম সংখ্যা

 


অসমের বাংলা সাহিত্য তথা পত্রপত্রিকার খবর রাখেন এমন যে কেউ প্রবাহ’-এর নাম জানেন । ৩ বছরে পা দিল।  ৩২বছরের ২য় সংখ্যাটি দিয়ে এর আন্তর্জাল যাত্রা শুরু করেছিল।   দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার ছোট্ট শহর লালার থেকে আশিস রঞ্জন নাথের সম্পাদনাতে নিরলস বেরিয়ে আসছে। বহু বছর ধরে এটি বিষয় ভিত্তিক কাগজ রূপে বেরোচ্ছে। সম্পাদক দাবি করেন গবেষণা ধর্মী কাগজ। অধিকাংশ সংখ্যাই হচ্ছে সংগ্রহযোগ্য, যেমন আগের সংখ্যাতে   চা-বাগান এবং শ্রমজীবী আদিবাসীদের জীবন, ইতিহাস, সমাজ , সংস্কৃতি তথা সাহিত্যকে বিষয় হিসেবে নিয়েছিলেনএবারে বিষয় মূলত পূর্বোত্তরের অবাংলা প্রতিবেশি ভাষার সাহিত্য, অসমিয়া সহ। কিন্তু সঙ্গে মিশরের নোবেল জয়ী লেখক মাগিব মাহফুজের একটি গল্পও রয়েছে অনুবাদে। বেশ কটি বাংলা গল্পও আছে।বিজ্ঞাপন বাদ দিলে ১৫০ পৃষ্ঠার এই কাগজের মূল্যও ১৫০টাকা। এই সংখ্যার প্রচ্ছদ এঁকে গুয়াহাটির শক্তি সিংহ সংগ্রহ যোগ্য সংখ্যাটির জন্য  সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নম্বরে ডাক পাঠান : ৮৮১১০১০৫৪০

           আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
 

 

প্রবাহ : ৩৩ বর্ষ, ১ম সংখ্যা by Sushanta Kar on Scribd

1 comment:

Related Posts with Thumbnails