Monday, October 28, 2019

হকুনর ছাও : পূর্ণাঙ্গ সিলেটি নাটক

'হকুনর ছাও'  ত্রিপুরার অভিনেতা, পরিচালক, নাট্যকার রামকৃষ্ণ দেবনাথের দ্বিতীয় সিলেটি নাটক। ধর্মনগরের বাসিন্দা এই নাট্যকারের নাটক সত্তর দশকের শেষের দিকেই আগরতলা ধর্মনগর সহ ত্রিপুরার একাধিক মঞ্চে অভিনীত হত। তুলে মূলে বিনাশ তাঁর প্রথম সিলেটি নাটক, সেই নাটকের অভিনয়ে উৎসাহী হয়ে তিনি এই দ্বিতীয় নাটক লেখেন।  ১৭ , ১৮ নভেম্বর, ১৯৭৯তে দুই রাতে ধর্মনগরে এই প্রথম অভিনয় হয়। ৯, ১০, ১১ ফেব্রুয়ারি , ১৯৮০তে আগরতলার রবীন্দ্রভবনে দ্বিতীয় অভিনয় হয়েছিল। বই হিসেবে প্রকাশিত হয় একই সময়ে বাংলা ১৩৮৭-তে। 
    আমাদের হাতে বইটি আসে ২০১৬-তে। ধর্মনগরের এক নাট্যকর্মী ও সমাজকর্মী দীপ্তেন্দু নাগের সঙ্গে গিয়ে তাঁর বাড়ি থেকে সংগ্রহ করেছিলাম তাঁর এক আত্মীয়ের থেকে।  তিনি তখন বাঙালুরে প্রবাসী। দুর্লভ বইটির এই একটি প্রতিলিপি আমাদের হাতেও বেশিদিন সুরক্ষিত থাকবে না ভেবে পিডিফে রূপান্তরিত করা গেল।  এবং কাঠের নৌকাতে ভাসিয়ে দেওয়া গেল। নাটক হিসেবে এটি আজকে অভিনয় কেউ করবেন কি না সেই সিদ্ধান্ত অভিনেতা বা নাট্যগোষ্ঠী নেবেন। কিন্তু পূর্বোত্তরের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হতে তো অসুবিধে নেই। সিলেটির অভ্যন্তরীণ ভাষাবৈচিত্র্য বুঝতেও বইটি সাহায্য করবে। ত্রিপুরার বাইরে পূর্বোত্তরেও অনেকে জানেনই না যে উত্তরত্রিপুরাও একটি সিলেটি প্রধান অঞ্চল। বস্তুত ব্রিটিশপূর্ব ভারতে এই অংশটি বহুসময়েই সিলেটের অংশই ছিল। 
         আপনি এখানেই বইটি পুরো পড়তে পারেন। অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স এবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে। 

Saturday, October 26, 2019

প্রবাহ : ৩২ বর্ষ, ২য় সংখ্যা


সমের বাংলা সাহিত্য তথা পত্রপত্রিকার খবর রাখেন এমন যে কেউ 'প্রবাহ'-এর নাম জানেন । ৩২ বছর বয়স হলো। বত্রিশ বছরের ২য় সংখ্যাটি দিয়ে এর আন্তর্জাল যাত্রা শুরু হলো। দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার ছোট্ট শহর লালার থেকে আশিস রঞ্জন নাথের সম্পাদনাতে নিরলস বেরিয়ে আসছে। বহু বছর ধরে এটি বিষয় ভিত্তিক কাগজ রূপে বেরোচ্ছে। সম্পাদক দাবি করেন গবেষণা ধর্মী কাগজ। অধিকাংশ সংখ্যাই হচ্ছে সংগ্রহযোগ্য, যেমন আগের সংখ্যাতে এরা দুই মলাটের মাঝে ধরেছিলেন সদ্য প্রয়াত কবি ব্রজেন্দ্র কুমার সিংহের জীবন এবং কর্মকে। পূর্বোত্তরের বাংলা কবিতার অন্যতম প্রধান ধারক ব্রজেন্দ্র কুমার সিংহ যে আধুনিক বিষ্ণুপ্রিয়া কবিতার জনকস্বরূপ ছিলেন এ আমাদের জানাই হতো না প্রবাহ কাজটি না করলে। এই সংখ্যাতে এরা ধরলেন চা-বাগান এবং শ্রমজীবী আদিবাসীদের জীবন, ইতিহাস, সমাজ , সংস্কৃতি তথা সাহিত্যকে। বিষয় এবং লেখক সূচি এরকম।
                                                                           
বরাক উপত্যকার চা বাগান -- গোড়াপত্তন পর্ব : দেবব্রত দত্ত
বরাক উপত্যকার চা জনগোষ্ঠী -- আগমন ও বিবর্তনের রূপরেখা : রাখি পুরকায়স্থ
চা শিল্পের একাল- সেকাল : পার্থঙ্কর চৌধুরী
আসামে চা শ্রমিক আমদানি -- এক দীর্ঘ দহনকথা : মেঘমালা দে মহন্ত
কাছাড় চা -- হারিয়ে যাওয়া এক গৌরব : ডঃ অলক সেন
বরাক উপত্যকার চা শ্রমিকদের আন্দোলন ও চা শিল্প : অরূপ বৈশ্য
বিশ্বায়ন ও বরাকের চা জন গোষ্ঠী :  সুব্রতা মজুমদার
চা শ্রমিকদের মাতৃভাষা ও তার ক্ষয়িষ্ণুতা : কাজল দেমতা
বরাক উপত্যকার চা বাগানে শিক্ষা সংস্কার : রমাপ্রসাদ বিশ্বাস
চা জনজাতির লোকগীতে অন্তর্বেদনার প্রতিফলন -- একটি পর্যবেক্ষণ :  ডঃ সন্তোষ আকুড়া
চা বাগানের প্রচলিত গীত (ভোজপুরি) : অশোক বার্মা
চা বাগানের পালা পরব : ঝুমুর পান্ডে
সাংস্কৃতিক জীবন ধারায় ফাগুয়ার কাঠিনাচ : শংকর দেব
চা জনজাতিদের বিবাহের রীতি নীতি : কাজল দেমতা
চা বাগানের খেলাধূলা :  অশোক বার্মা
লাবক চা বাগানের হাসপাতাল আজ এক ইতিহাস : আহমদ হাসান বড়ভূইয়া
' হামদের বাত ' --- এক অতন্দ্র প্রহরী :  বিশ্বরাজ ভট্টাচার্য
বরাকে চা-পর্যটনের সম্ভাবনা :  আশিসরঞ্জন নাথ
চায়ের ইতিহাস : আখতার হামিদ খান
গোলাপী চা
এ অঞ্চলে চা শিল্পের সাম্প্রতিক সঙ্কট : ডঃ জওহরলাল সেন
চরগোলা এক্সোডাস-১৯২১ : ডঃ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য
কবিতাগুচ্ছ ( চা বাগানের ভাষার) : অভিজিৎ চক্রবর্তী
অস্তিত্বের সংকটে শীতলপাটি শিল্প - তুতিউর রহমান পাটিকর
প্রায় ২০০ পৃষ্ঠার এই সংখ্যার প্রচ্ছদ এঁকে দিয়েছেন গনেশ নন্দী।
শুভেচ্ছা বিনিময় মাত্র ১৫০টাকা।
সংগ্রহ যোগ্য সংখ্যাটির জন্য  সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নম্বরে ডাক পাঠান : ৮৮১১০১০৫৪০

           আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।



Saturday, October 19, 2019

পাখি সব করে রবঃ ৬৬, ৬৭ এবং ৬৮ তিনটি সংখ্যা একত্রে

 তিনটি সংখ্যাই কাকতালীয়ভাবে তিনটি স্মরণ সংখ্যা। কবি সুনীল ভৌমিকের একটি কবিতা বেরিয়েছে ৬৭ সংখ্যাতে--নাম 'কেন' --এরকম: 
বারুদের গন্ধমাখা পরিচর্যা নয়, কথা
বলবে তো সাদা জানা গায়ে মেখে
মসনদে বসো।

আমি তো তোমার অধীন---প্রতিপক্ষ নই
স্বাধীন সুশীল;
গণতন্ত্রের তুমুল কীর্তনে, তবে কেন খেতে হবে
অখাদ্য রাজনীতির
                    চড় ও কিল?
তাঁকে স্মরণ করে ছয়ষট্টি সংখ্যা, তাঁর স্মরণে একটি নাতিদীর্ঘ নিবন্ধও লিখেছেন সমর চক্রবর্তী। সাতষট্টি সংখ্যাটি নিবেদিত কবি স্বপন সেনগুপ্তের স্মরণে। এর পরেরটি কবি তথা নাট্যকার যতিষ ভট্টাচার্য স্মরণে।  
               প্রতিমাসে নিয়ম করে বেরোচ্ছে  কবিতার এই চটি পত্রিকা 'পাখি সব করে রব'।  ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ  কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ।  কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। আমরাও পেয়ে যাই সময় মতই। এ আমাদের অপরাধ যে সময় মতো সবক'টি এখানে নিয়ে আসতে পারি না। সেরকমই তিনটি এপ্রিল, মে এবং জুন  ২০১৯ সংখ্যা, যথাক্রমে ছয়ষট্টি থেকে আটষট্টি সংখ্যা, তথা ৬ষ্ঠ বর্ষ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম   সংখ্যা এবারে একত্রে  তুলে দেওয়া গেল।
         
         ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো  দিলেন  'কাঠের নৌকো'র জন্যে। সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ


       আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।


Related Posts with Thumbnails