Sunday, January 25, 2026

প্রতিস্রোত ৸ ৪১ বর্ষ , ৩৮ সংখ্যা

  

অসমের চারদশকের বেশি প্রাচীন তিন চারটি কাগজের অন্যতম 'প্রতিস্রোত' প্রায় এক যুগ পরে কাঠের নৌকাতে চড়ছে। এর আগে চড়েছিল ২৭ ও ২৯ বছরের দুটি সংখ্যা। প্রতিষ্ঠাতা সম্পাদক পার্থ প্রতীম মৈত্র গেল বছরেই দুরারোগ্য ব্যাধিতে অকাল প্রয়াত হয়েছেন, স্বাভাবিকভাবেই সম্পাদকীয়তে এবং প্রথম দুটি গদ্যে তাঁকে স্মরণ করেছেন লেখকেরা। বাংলা সাহিত্যে নন-ফিকশন ধারার প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এরা আশির দশকের শুরুতে যাত্রা শুরু করে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলেও  প্রতিস্রোত পত্রিকা এবং এর লেখকেরা শখের মসিজীবীতা করেন না। সেই কথা সম্পাদকীয় থেকে শুরু করে প্রতিটি গদ্য পদ্য রচনাতে পরিষ্কার।  সম্পাদকীয় অনুসরণে এই কথা লেখা ভুল হবে না যে একুশ শতকেও যখন '''আলোর চোখে কালো ঠুলি পরিয়ে / তারপর খুলে / মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে/ তারপর তুলে,/ ''  দেশে ও বিদেশে "দিনগুলো রাস্তা দিয়ে চলে যাচ্ছে' আর বহু কলমচি এরই ‘সুখ’ বর্ণনা করে যশ ও শিরোপার পেছনে ছুটছেন, তখন এই কাগজের সম্পাদক লিখছেন, '''চলতি হাওয়ার পন্থী’ – না থেকে প্রাথমিক স্তরের অব্যস্থাগুলোর প্রতিবাদে শামিল হওয়ার যে চর্চা সেই ঐতিহ্যের প্রতি পারস্পরিক সখ্য ও শ্রদ্ধা না থাকলে আমাদের সার্বিক অস্তিত্বই একদিন উচ্ছেদের ডজারে নিশ্চিহ্ন হয়ে যাবে। মানব অর্জিত ভাঁড়ের মতো পড়ে থাকবে সাজিয়ে তোলা সম্পদ , বৈভব, সৃষ্টিশীলদের আর্কাইভ ও গ্রন্থাগার, সুনাম, প্রতিষ্ঠা, খেতাব, পুরষ্কার, নিরাপত্তার গ্রিল আর প্রতিহারীর তালা। ''


    আশির দশকের বিশাল প্রতিস্রোত গোষ্ঠীরই তিনজনে এখনও কাগজটি ধরে রেখেছেন তা নাম পৃষ্ঠাতে বোঝা যায়। সম্পাদকের দায় বহন করছেন সুজিত দাস, সম্পাদনা সাহচর্যে এখনও আছেন পরম ভট্টচার্য আর মুদ্রণ ও প্রকাশের বাকি দায় বহন করেন কমল চক্রবর্তী   চুল পাকা বয়সেও তাঁদের অন্তরে এখনও তারুণ্যের আগুন জ্বলে ধিকিধিকি। সম্পাদকীয় নাম পৃষ্ঠাটি রইল এখানে 



                 একটি মন সমৃদ্ধ প্রবন্ধে, তিনখানা গ্রন্থ আলোচনা গদ্যের সঙ্গে সাতজন কবির একগুচ্ছ কবিতা ও সাত কথাশিল্পীর সুখপাঠ্য মনন সমৃদ্ধ গল্পে এই সংখ্যাকে সাজিয়েছেন সম্পাদক। ১৭১ পৃষ্ঠার কাগজটি বেরিয়েছে গত আগস্ট ২০২৫-এ। কাঠের নৌকার জন্যে দিয়েছেন সম্পাদক সুজিত দাস। ৪১ বর্ষ , ৩৮ সংখ্যা এটি। বেরোয় শিলচর, অসম থেকে।

                            



        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবডনাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন 



প্রতিস্রোত ৸ ৪১ বর্ষ , ৩৮ সংখ্যা by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails