Thursday, 5 December 2013

উন্মেষঃ ১৭শ বর্ষ, ৫ম সংখ্যা; অক্টোবর ২০০৮

'উন্মেষ' পূর্বোত্তর ভারতের অন্যতম সুপরিচিত বাংলা কাগজ। বেরোয় একযোগে ত্রিপুরার কৈলাশহর  এবং কলকাতা থেকে। সম্পাদনা করে নির্মল কুমার দত্ত । এই সংখ্যাটি কাগজের সপ্তদশ বর্ষ ,  ৫ম  সংখ্যা । বেরিয়েছিল অক্টোবর  ২০০৮এ । দেখতে গেলে সংখ্যাটি সামান্য পুরোনো বটে। ভেতরে গেলেই দেখবেন এর কোনটাই পুরোনো হবার নয়। কেননা, এদের প্রতিটি সংখ্যার মতো এই সংখ্যাও সুপরিকল্পিত। তামিল কথা সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে সম্পাদককে এবারেও বিশেষ সাহায্য করেছেন   শ্যামল ভট্টাচার্য । তিনি তামিল সাহিত্য ছোট গল্পের বিবরণ দিয়ে একটি ভূমিকা লিখে দিয়েছেন। আর সুব্রহ্মণীয়ম কৃষ্ণমূর্তী তামিল সাহিত্যের একটি ইতিবৃত্ত লিখে দিয়েছেন। হ্যা, তামিল ছোট গল্পের সংখ্যা এটি। ষোলজন গল্পকারের গল্প এনে হাজির করিয়েছেন অনুবাদে। এখানে সূচীপত্রটি রইল।





          আরো কিছু সংখ্যা আমাদের হাতে আছে , ধীরে ধীরে এখানে তুলব। আমাদের ধন্যবাদ সম্পাদক নির্মল কুমার দত্তকে, নিজেদের সাইট থাকা সত্তেও এখানে তোলবার অনুমতি দেবার জন্যে...

এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails