Saturday, October 26, 2019

প্রবাহ : ৩২ বর্ষ, ২য় সংখ্যা


সমের বাংলা সাহিত্য তথা পত্রপত্রিকার খবর রাখেন এমন যে কেউ 'প্রবাহ'-এর নাম জানেন । ৩২ বছর বয়স হলো। বত্রিশ বছরের ২য় সংখ্যাটি দিয়ে এর আন্তর্জাল যাত্রা শুরু হলো। দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার ছোট্ট শহর লালার থেকে আশিস রঞ্জন নাথের সম্পাদনাতে নিরলস বেরিয়ে আসছে। বহু বছর ধরে এটি বিষয় ভিত্তিক কাগজ রূপে বেরোচ্ছে। সম্পাদক দাবি করেন গবেষণা ধর্মী কাগজ। অধিকাংশ সংখ্যাই হচ্ছে সংগ্রহযোগ্য, যেমন আগের সংখ্যাতে এরা দুই মলাটের মাঝে ধরেছিলেন সদ্য প্রয়াত কবি ব্রজেন্দ্র কুমার সিংহের জীবন এবং কর্মকে। পূর্বোত্তরের বাংলা কবিতার অন্যতম প্রধান ধারক ব্রজেন্দ্র কুমার সিংহ যে আধুনিক বিষ্ণুপ্রিয়া কবিতার জনকস্বরূপ ছিলেন এ আমাদের জানাই হতো না প্রবাহ কাজটি না করলে। এই সংখ্যাতে এরা ধরলেন চা-বাগান এবং শ্রমজীবী আদিবাসীদের জীবন, ইতিহাস, সমাজ , সংস্কৃতি তথা সাহিত্যকে। বিষয় এবং লেখক সূচি এরকম।
                                                                           
বরাক উপত্যকার চা বাগান -- গোড়াপত্তন পর্ব : দেবব্রত দত্ত
বরাক উপত্যকার চা জনগোষ্ঠী -- আগমন ও বিবর্তনের রূপরেখা : রাখি পুরকায়স্থ
চা শিল্পের একাল- সেকাল : পার্থঙ্কর চৌধুরী
আসামে চা শ্রমিক আমদানি -- এক দীর্ঘ দহনকথা : মেঘমালা দে মহন্ত
কাছাড় চা -- হারিয়ে যাওয়া এক গৌরব : ডঃ অলক সেন
বরাক উপত্যকার চা শ্রমিকদের আন্দোলন ও চা শিল্প : অরূপ বৈশ্য
বিশ্বায়ন ও বরাকের চা জন গোষ্ঠী :  সুব্রতা মজুমদার
চা শ্রমিকদের মাতৃভাষা ও তার ক্ষয়িষ্ণুতা : কাজল দেমতা
বরাক উপত্যকার চা বাগানে শিক্ষা সংস্কার : রমাপ্রসাদ বিশ্বাস
চা জনজাতির লোকগীতে অন্তর্বেদনার প্রতিফলন -- একটি পর্যবেক্ষণ :  ডঃ সন্তোষ আকুড়া
চা বাগানের প্রচলিত গীত (ভোজপুরি) : অশোক বার্মা
চা বাগানের পালা পরব : ঝুমুর পান্ডে
সাংস্কৃতিক জীবন ধারায় ফাগুয়ার কাঠিনাচ : শংকর দেব
চা জনজাতিদের বিবাহের রীতি নীতি : কাজল দেমতা
চা বাগানের খেলাধূলা :  অশোক বার্মা
লাবক চা বাগানের হাসপাতাল আজ এক ইতিহাস : আহমদ হাসান বড়ভূইয়া
' হামদের বাত ' --- এক অতন্দ্র প্রহরী :  বিশ্বরাজ ভট্টাচার্য
বরাকে চা-পর্যটনের সম্ভাবনা :  আশিসরঞ্জন নাথ
চায়ের ইতিহাস : আখতার হামিদ খান
গোলাপী চা
এ অঞ্চলে চা শিল্পের সাম্প্রতিক সঙ্কট : ডঃ জওহরলাল সেন
চরগোলা এক্সোডাস-১৯২১ : ডঃ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য
কবিতাগুচ্ছ ( চা বাগানের ভাষার) : অভিজিৎ চক্রবর্তী
অস্তিত্বের সংকটে শীতলপাটি শিল্প - তুতিউর রহমান পাটিকর
প্রায় ২০০ পৃষ্ঠার এই সংখ্যার প্রচ্ছদ এঁকে দিয়েছেন গনেশ নন্দী।
শুভেচ্ছা বিনিময় মাত্র ১৫০টাকা।
সংগ্রহ যোগ্য সংখ্যাটির জন্য  সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নম্বরে ডাক পাঠান : ৮৮১১০১০৫৪০

           আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails