Monday, August 21, 2017

বাঁশিওয়ালা :১ম বর্ষ, ১ম সংখ্যা




গরতলা , ত্রিপুরার জ্ঞানবীক্ষণ প্রকাশনীর থেকে  রাজেশ চন্দ্র দেবনাথের সম্পাদনাতে বেরিয়েছিল ছোটদের কাগজ ‘বাঁশিওয়ালা'। মার্চ , ২০১৩তে।  ২৪জন  নবীন -প্রবীণ লেখকের ছড়ায় কবিতায় সাজানো পত্রিকা, তার মধ্যে দুটি গল্প। ভবানী প্রসাদ মজুমদার থেকে  তরুণ জয়কুমার দাস অব্দি। পড়ুন, ১ম বর্ষ, ১ম সংখ্যা বেরোবার পরে আর কেন বেরোলোনা আক্ষেপ হবে।
      রাজেশ ঈশানের পুঞ্জমেঘ গোষ্ঠীর অন্যতম এডমিন।  পিডিএফ তৈরি করেন, বেশ আগেই আমাদের তুলতে দেরি হলো বলে দুঃখিত।...সামান্য প্রায়োগিক সমস্যার জন্যে পৃষ্ঠাগুলো কিছু বাঁকা দেখালেও পড়তে অসুবিধে হবার কথা নয়।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)
                     আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails