Monday, June 26, 2017

মনোবিদের মনের কথা


ডাঃ সৌমিত্র ঘোষ ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ তথা অধ্যাপক। এবং একজন সুলেখকও। এর বাংলা ভাষাতে এটি তাঁর দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৪তে বেরিয়েছিল পদ্যগ্রন্থ  মনোরোগ ছন্দে, মনোবিদের সঙ্গে' কাঠের নৌকাতে সেটি রয়েছে। বর্তমান বই ‘মনোবিদের মনের কথা’ তাঁর দ্বিতীয় গ্রন্থ। ১০০ পৃষ্ঠাতে নটি গদ্যের সংকলন। প্রকাশ করেছে গুয়াহাটির ভিকি পাবলিশার্স।
    পিডিএফ সংগ্রহ করলেন,তাঁর বন্ধু আমাদের ঈশানের পুঞ্জমেঘে'র সদস্য সুলেখক ডাঃ মৃন্ময় দেব

আশা করছি আপনাদের ভালো লাগবে।  পুরো বই আপনি এখানে, কম্প্যুটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারবেন। অথবা অবসরে নামিয়ে নিয়েও। নিচের বোতাম গুলো ব্যবহার করুন। আপনার দরকার পড়তে পারে এডোবে ফ্লাস্প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন।
   যারা মোবাইলে পড়বেন তারা স্ক্রাইবড এপস নামিয়ে নিলে সুবিধে।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails