Friday, May 26, 2017

বর্ণমালার রোদ্দুর: ১৯শে মে, ২০১৭

           র্ণমালার রোদ্দুর' শিলচরের ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ  সমিতির মুখপত্র', বেরোয় শিলচর থেকে। ১৯শে মে দিনে। শুরু থেকেই সম্পাদনা করে আসছেন সমিতির সম্পাদক ডাঃ রাজীব কর। এবারে ২০১৭তেও তিনিই করেছেন।  প্রতিবারের মতোই এবারেও সাজিয়েছেন দিনটির সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক তাৎপর্য বাহী বেশ কিছু প্রাসঙ্গিক  অনু নিবন্ধ এবং কবিতা দিয়ে। লিখেছেন আসাম এবং আসামের বাইরেরও বহু লেখক। তাঁদের মধ্যে রয়েছেন অধুয়াপক তপোধীর ভট্টাচার্য, অধ্যাপক সুবীর কর, সনৎ কৈরি, ইমাদ উদ্দিন বুলবুল, শৈলেন সাহা প্রমুখ অনেকে।  বহু অনুপ্রবন্ধের সঙ্গে রয়েছে একগুচ্ছ কবিতাও।
       বর্তমান সংখ্যাটি পঞ্চদশ সংখ্যা। যদিও সবকটি ধারাবাহিক ভাবে কাঠের নৌকাতে আসে নি।  এই নিয়ে কাগজটির পাঁচটি  সংখ্যা 'কাঠের নৌকাতে' চড়ল।  নিচের বিষয় শ্রেণিতে ক্লিক করে আগেকার সংখ্যাগুলোতেও যেতে পারবেন সহজেই।
ছাপা সংস্করণ পেতে সম্পদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ঠিকানাতে।

 কাগজটি আপনি এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails