Sunday, January 11, 2015

পাখি সব করে রব : ১২ শ সংখ্যা

      
          রকমই চটি আকারে বেরোয় ত্রিপুরার ধর্মনগরের কবিতার কাগজ 'পাখি সব করে রব'এর আগে আমরা কাঠের নৌকাতেপড়েছিলাম ১১শ সংখ্যা। এবারে ১২ (বারো )। বেরিয়েছিল অক্টোবর, ২০১৪তে। লিখেছেন কিন্তু শুধু ধর্মনগর নয় আসাম -ত্রিপুরার অনেকেই। কবি নাম নিলেই যাদের মনে পড়ে প্রথমে সেরকম অনেকে। প্রদীপ মজুমদার, ব্রজেন্দ্র সিংহ, পীযুষ রাউত, তপোধীর ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য, সেলিম মুস্তফা, বাসুদেব মালাকার ,নিবারণ নাথ, মণ্টু দাস প্রমুখ কুড়িজন কবির কবিতার ডালি।

              সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ  
 
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails