Friday, December 6, 2013

'বন্ধু' ১ম বর্ষ, ১ম সংখ্যাঃ ১৯শের কবিতা

            "১৯শে মে, আমাদের কাছে এমন একটা দিন যাকে ঘিরে কবিতা গান স্বপ্ন আশা নিরাশা সব কিছুই উঠে আসে। ১৯শে মে এমন একটা দিন যার সাথে আমাদের এই মৃত্যু উপত্যকার সব কিছুই জড়িয়ে আছে। যাকে সামনে রেখে আমরা জড়িয়ে যেতে পারি সুখ দুঃখ আর আমাদের না পাওয়া সময়কে ভুলতে পারি। আবার ভাবনার জাল বুনতে পারি, নিজের মতো করে আবার চীৎকার করে বলতে পারি--'আমরা ভালো থাকতে চাই' সব ধরণের বঞ্চনার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করতে পারি, তবেই না উনিশ মে। এবারে উনিশে মে 'বন্ধু' সংখ্যায় কেবলই কবিতার শ্রদ্ধাঞ্জলি। বন্ধুকে নানাভাবে যারা সাহায্য করেছেন তাদেরকে প্রত্যককে জানাই আন্তরিক ধন্যবাদ!" এই ছোট্ট সম্পাদকীয় দিয়েই ১৯শের দিনে শিলচরে 'বন্ধু'র সপ্তম বর্ষ প্রথম সংখ্যা নিবেদন করলেন সম্পাদক শতদল আচার্য। ছবি গুপ্তা ,পীযুষ রাউতের মতো প্রবীণদের সঙ্গে বিজয় ভট্টাচার্য, সুজিত দাস, সৌমিত্র বৈশ্য, স্নিগ্ধা নাথ, হাসনা আরা শেলী, রাজীব ভট্টাচার্যের মতো ২২ জন কবির কবিতা নিয়ে সাজানো হয়েছে ১৯শের কবিতার ডালি। রয়েছেন চন্দ্রানী পুরকায়স্থ, মীফতা উদ্দীনদের মতো নবীনেরাও। সব্বাই এরা বরাক উপত্যকার কবি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।
             আমরা কৃতজ্ঞ আমাদের বন্ধু চন্দ্রাণী পুরকায়স্থের কাছে, কাগজটির পিডিএফের সন্ধান দেবার জন্যে, তাঁর থেকে পাওয়া গেল সংখ্যার উন্মোচনী অনুষ্ঠানের একটি ছবিও।  আমরা ব্যবহার করলাম। আপনি এটি নামিয়ে বা নামিয়ে পড়তে পারেন পুরো পর্দা জুড়ে। আপনার শুধু ফ্লাসপ্লেয়ারের দরকার পড়লেও পড়তে পারে। সেটি নামিয়ে নিন এখান থেকে।
bondhu 19th May, 2012

2 comments:

  1. সোনার নৌকো হাতে পেলাম। দু‘চোখ আরও উজ্জ্বল হলো আজ। অভিনন্দন।

    ReplyDelete
  2. ধন্যবাদ অলক বাবু, এই ব্লগ ভ্রমণের জন্যে । আশা করি ধীরে ধীরে আরো সংগ্রহ আপনাদের নিবেদন করতে পারব।

    ReplyDelete

Related Posts with Thumbnails