Thursday, August 5, 2010

সময় অস্থিময়ঃ তপন মহন্তের কাব্যগ্রন্থ

            

আসামের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল কবি তপন মহন্তের জন্ম ১৯৫৭তে বঙাইগাঁওয়ে। রাজনীতি বিজ্ঞানে তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ রিজিওন্যাল ইন্সটিটিউট অব মেন্তাল হেল্টহের সহকারী আধিকারিক পদে কাজ করেন। তাঁর এর আগের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অন্ধকারে পৌর্ণমাসী’। বর্তমান সংকলন ‘সময় অস্থিময়’ ছেপে
 বের করেছেন গুয়াহাটির ‘নাইন্থ কলাম’। মাতৃভাষার ভবিষ্যত নিয়ে যাঁরা সন্দিহান তাঁদের উদ্দেশ্যে উৎসর্গিত সংকলনটি।


    

প্রকাশক তাঁর সম্পর্কে লিখেছেন, “কবির দ্বিতীয় কাব্যগ্রন্থের পাতায় পাতায় নিরীহ রক্তের আলপনা। কবিতাগুলির সুর ব্যথার। শানিত ব্যঙ্গ আর তীক্ষন উপহাসের মধ্যেও তিনি আগাগোড়া নস্টালজিক এবং প্রেমিক। আবার কখনো নিজেকেই কেটেছিঁড়ে সামাজিক ব্যাধিগুলিকে নগ্ন করেছেন কবি। তাঁর কবিতাগুলি রাজনীতির নির্মম রসিকতাকে তুলে ধরে। অবিরত বুকের গোপনে চুঁইয়ে পড়া রক্তের লবন ছাপিয়েও জীবনের মধুর অগ্রগমনে আশাবাদী আশাহত এই কবি...”

সময় অস্থিময় by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails